ভোলাহাট প্রতিনিধি \ আওয়ামীলীগ সরকারের বিভিন্ন উন্নয়নমূল কর্মকান্ড জনগণের কাছে তুলে ধরতে লিফলেট বিতরণের মধ্য দিয়ে বুধবার ভোলাহাট উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমান জিয়া। ভোলাহাট প্রেসক্লাব সংলগ্ন থেকে স্থানীয় দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে আনুষ্ঠানিক ভাবে গণসংযোগের উদ্বোধন করেন ভোলাহাট উপজেলা শাখা আওয়ামীলীগের সিনিয়ার সহ-সভাপতি ইয়াসিন আলী শাহ। গণসংযোগ চালাকালে উপস্থিত ছিলেন জেলা শাখা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল খালেক, জেলা পরিষদের সংর¶িত সদস্য হোসনে আরা পাখি, সদস্য পিয়ার জাহান, আওয়ামীলীগ নেতা মসলেম উদ্দিন, উপজেলা শাখা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক আফরাজুল হক বাবুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।