Sharing is caring!

স্টাফ রিপোর্টার \ সারাদেশের মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের চাকুরী জাতীয়করণের দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জনমত গড়ে তোলার লক্ষে মতবিনিময় সভা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের একমাত্র অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন এর ডাকে এবতেদায়ী থেকে কামিল পর্যন্ত মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের চাকুরী জাতীয়করণের লক্ষে কেন্দ্রীয় কর্মসূচী পালনে জেলার অন্যান্য মাদ্রাসার মত সোমবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত সদর উপজেলার মোহাম্মদপুর দাখিল মাদ্রাসায় শিক্ষক-কর্মচারীরা স্থানীয় জনগনের সাথে মতবিনিময় এর মাধ্যমে জনমত গঠনের উদ্যোগ নেয়। এসময় বক্তব্য রাখেন, মোহাম্মদপুর দাখিল মাদ্রাসার সুপার মোঃ মনিরুল ইসলাম। মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ্ব আহসান আলী মাস্টারের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, মাদ্রাসার সহ-সুপার জয়নুল আবেদীনসহ অন্যরা। বক্তারা বলেন, বেসরকারী অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মত সরকার মাদ্রাসাগুলোর বেতন-ভাতাদী ও অন্যান্য সুবিধাদী প্রদান করলেও মাদ্রাসাগুলোকে জাতীয়করণের আওতায় নিয়ে আসেনি। প্রতিটি জেলায় কলেজ বা মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করা হলেও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করা হয়নি। মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের জন্য দীর্ঘদিন থেকেই শিক্ষক-কর্মচারীরা আবেদন-নিবেদন করে আসছে। কিন্তু অদ্যবধি তা বাস্তবায়ন হয়নি। অনেকটা বাধ্য হয়েই কর্মসূচী ঘোষণা করেছে মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের সংগঠন। দাবী আদায় না হলে ২১ নভেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত অঞ্চল ভিত্তিক কর্মসুচী এবং পরবর্তীতে ঢাকায় মহাসম্মেলন অনুষ্ঠিত হবে বলেও জানা গেছে সংগঠন সুত্রে। রাজশাহী অঞ্চল ভিত্তিক সমাবেশ হবে আগামী ৭ ডিসেম্বর। দাবী আদায়ে সকল শিক্ষক-কর্মচারীকে শান্তিপূর্ণভাবে কর্মসুচী পালনের অনুরোধ জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *