গোমস্তাপুর প্রতিনিধি \ গোমস্তাপুর উপজেলার রহনপুরে শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের লক্ষে কর্মসংস্থান সৃষ্টি মূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বুধবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে কারিগরি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির সভাপতি মজিবুর রহমান। প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে জেলা প্রশাসক মাহমুদুল হাসান ও ইউএনও শিহাব রায়হান। বক্তব্য রাখেন, উপজেলা আইসিটি বিভাগের সহকারী প্রোগামার মোস্তাকিম হোসেন, কারিগরি কম্পিউটার প্রশিক্ষন কেন্দ্রের ফ্রিল্যান্সার রবিউল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের পরিচালক গোলাম মোস্তফা বাইরুল। অনুষ্ঠান উপস্থাপণায় ছিলেন প্রভাষক আতিকুর রহমান।