গোমস্তাপুর প্রতিনিধি \ গোমস্তাপুর উপজেলার রহনপুরে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রাইজ মানি ফুটবল টুর্ণামেন্টের ২য় সেমিফাইনালে জয়লাভ করেছে রাধানগর ফুটবল দল। শনিবার বিকেলে রহনপুর ইউসুফ আলী কলেজ মাঠে খেলায় রাধনগর ফুটবল দল ট্রাইবেকারে ৫-৩ গোলে গোমস্তাপুর প্রভাতি সংঘকে পরাজিত করে ফাইনালে উত্তীণ হয়। আরিফ হোসেন মন্টুর সভাপতিত্বে আয়োজিত খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান আকবর, রহনপুর পৌর কাউন্সিলর রবিউল ইসলাম বাচ্চু ও জুয়েল ইসলাম, সাবেক কাউন্সিলর আশরাফুল ইসলাম ও রফিক খান, ট্রাক সমিতির সাবেক সভাপতি রাহাত আলী, সাবেক খেলোয়াড় রিপন, প্রয়াসের মোহাম্মদ রাকিবুলসহ অন্যরা। ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মসূচীর আওতায় পিকেএসএফ’র অর্থায়নে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি উদ্যোগে এ খেলাগুলো অনুষ্ঠিত হচ্ছে। আগামী ১৯ জানুয়ারী ফাইনাল খেলায় রহনপুর ক্রীড়া সংস্থা বনাম রাধানগর ফুটবল দল অংশ গ্রহণ করবে।