গোমস্তাপুর প্রতিনিধি \ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর খয়রাবাদে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত ও অপর ২জন আহত হয়েছে। বুধবার বিকেলে রহনপুর-চাঁপাইনবাবগঞ্জ সড়কের খয়রাবাদে এ দূর্ঘটনা ঘটে। এঘটনায় ট্রাক্টরসহ চালককে আটক করেছে পুলিশ। রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আতিকুল ইসলাম জানান, রুপালী ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবা শিওর ক্যাশের চাঁপাইনবাবগঞ্জ টেরিটরি ম্যানেজার রাজশাহী মহানগরীর সাগরপাড়ার খালেদ জামিলের ছেলে সিফাত জামিল রকি (৩৫) ও জেলা ম্যানেজার আমির হামজা (২৫) মোটর সাইকেল যোগে রহনপুর থেকে চাঁপাইনবাবগঞ্জ ফেরার পথে রহনপুর-চাঁপাইনবাবগঞ্জ সড়কের খয়রাবাদ এলাকায় একটি খড় বোঝাই ভ্যানকে ওভারটেক করার সময় বিপরীত দিক আসা একটি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেল চালক রকি ঘটনাস্থলেই মারা যায়। এসময় মোটর সাইকেল আরোহী আমির হামজা ও ট্রাক্টর চালক নওগাঁর সাপাহার উপজেলার নুরপুর গ্রামের ফাইজুদ্দিনের ছেলে মজিবুর আহত হয়। পরে পুলিশ আহতাবস্থায় চালক মজিবুরকে হাসপাতাল থেকে আটক করে।