
রহনপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থার তদন্ত শুরু
♦ গোমস্তাপুর প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফি আনসারীর বিরুদ্ধে ৯ জন ইউপি সদস্যের করা অনাস্থা প্রস্তাবের তদন্ত শুরু করেছে এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি।রোববার কমিটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সর্দার উক্ত ইউপি চেয়ারম্যানকে আগামী ২১ জানুয়ারীর মধ্যে এ বিষয়ে কারন দর্শাতে পত্র দেয়া হয়েছে বলে তিনি জানান। তিনি জানান, গত ২৭ ডিসেম্বর তার বিরুদ্ধে ইউপি সদস্যদের উপজেলা নির্বাহী অফিসার বরাবর করা অনাস্থা প্রস্তাবের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার তাকে গত ৬ জানুয়ারী বিষয়টি তদন্তের নির্দেশ দেন। এর প্রেক্ষিতে তিনি কাজ শুরু করেছেন। উল্লেখ্য, গত ২৭ ডিসেম্বর ওই ইউপির ১১ জন সদস্য তার বিরুদ্ধে অনাস্থা এনে ইউএনও কে পত্র দেয়। পরে বিভিন্ন কারণে ২ জন ইউপি সদস্য অনাস্থা প্রত্যাহার করে নেয়। স্থানীয় ও জাতীয় দৈনিক পত্রিকা ও অনলাইনে সংবাদপত্রে প্রকাশের ফলে বিষয়টির তদন্ত শুরু হয়েছে।