
রহনপুর পৌর নির্বাচন ॥ ভোটারদের দ্বারে দ্বারে প্রতিশ্রুতি নিয়ে প্রার্থীরা
♦ উত্তম কুমার, গোমস্তাপুর সংবাদদাতা
আগামী ৩০ জানুয়ারী অনুষ্ঠিতব্য চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভা নির্বাচনে গত ১১ই জানুয়ারী সোমবার প্রতীক বরাদ্দের পর নিজ নিজ মার্কা পেয়ে উন্নয়নমূলক প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রচার-প্রচারনায় ও ভোট প্রার্থনা করছেন প্রার্থীরা। রহনপুর পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ, বিএনপি মনোনীত ও সতন্ত্রসহ মেয়র পদে মোট ৭ জন প্রতিদ্বন্দ্বীতা করছেন। এছাড়াও কাউন্সিলর পদে ৪২ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে লড়ছেন ১৭ জন প্রার্থী। নির্বাচনী এলাকায় ঘুরে দেখা যায়, কনকনে শীত উপেক্ষা করে নির্ঘুম প্রচারনায় ব্যাস্ত প্রাথীরা। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে রহনপুর পৌর এলাকা, সাথে মাইকে মাইকে চলছে প্রার্থীদের প্রচারনা। পাড়া, মহল্লায়, হাটে, বাজারে, চায়ের আড্ডায় ভোটাররা হিসাব কষতে শুরু করেছে, কে হচ্ছেন পরবর্তী পৌর পিতা। শুধু পৌর এলাকার ৯টি ওয়ার্ড নয়, নির্বাচনের আমেজ ছড়িয়েছে পুরো গোমস্তাপুর উপজেলা জুড়ে। যদিও, ভোটের অংকে প্রায় সময় এগিয়ে থাকে বড় দুটি রাজনৈতিক দলের প্রার্থীরা। তবে এবারের নির্বাচনে ভোটাররা মনে করেন সব প্রার্থীরই বেশ জনপ্রিয়তা রয়েছে। ভোটাররা এর মধ্যে থেকেই তাদের যোগ্য পৌর পিতাকে বেছে নিবেন। নির্বাচন কমিশন কর্মকর্তা জানান, প্রার্থীরা তাদের আচরণ বিধি মেনে চলবেন ও সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠানে সহায়তা করবেন, এটাই তাদের কাছে প্রত্যাশা। রহনপুর পৌর নির্বাচনে ৯টি ওয়ার্ডের ১১ টি কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৯৭ জন। এর মধ্যে ১৩ হাজার ১৮৪ জন পুরুষ ও ১৩ হাজার ৯১৩ জন মহিলা ভোটার রয়েছেন। ব্যালোট পেপারের মাধ্যমে পৌর পিতাকে স্বাগত জানানোর জন্য পৌরবাসীকে অপেক্ষা করতে হবে আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত।