গোমস্তাপুর সংবাদদাতা \ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর রেল বন্দর দিয়ে ২য় দফা আমদানীকৃত ডিজেল তেলের ১টি র্যাক শুক্রবার বিকেলে এসে পৌঁচেছে। ভারতের আসামের নোমালীগড় থেকে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) আমদানীকৃত ২ হাজার ২’শ ৮০ মেঃ টন ডিজেল তেলের ৪২টি লরি ভর্তি র্যাকটি ভারতের সীমান্তবর্তী সিঙ্গাবাদ রেল স্টেশন থেকে বাংলাদেশের রহনপুর রেল স্টেশনে শুক্রবার বিকেল ৫টা ১০মিঃ এসে পৌঁছে। কাস্টমসসহ বিভিন্ন কাজ সম্পন্ন শেষে রাতেই দিনাজপুরের পাবর্তীপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে ডিজেল তেলের র্যাকটি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। উল্লেখ্য, গত বছরের ১৮ মার্চ এ রেলপথ দিয়ে ১ম দফায় ভারত থেকে তেল আমদানী করা হয়।