
রাজশাহীতে ‘নিউভেরাস’ সেমিনার অনুষ্ঠিত
♦ রাজশাহী প্রতিনিধি
‘প্রকৃতিই জীবন, জীবনই প্রকৃতি’ শ্লোগানে নিউভেরাস নিউট্রিশন (ইউএসএ) এর ব্যবস্থাপনায় স্বাস্থ্য সচেতনতা উন্নয়ন মূলক একটি সেমিনারের আয়োজন করে নিউভেরাস এসোসিয়েট রাজশাহী। করোনাকালীন সময়ে প্রতিটি মানুষের রোগ প্রতিরোধ সক্ষমতা বৃদ্ধিতে নিউভেরাস কিভাবে সহায়তা করছে, পাশাপাশি খাদ্য অভ্যাস পরিবর্তনের মাধ্যমে আমরা কিভাবে সুস্থ্য ও সুন্দর জীবন পেতে পারি এবং প্রকৃতি আমাদের বিভাবে সহায়তা করছে, মূলত এটিই ছিল সেমিনারের প্রধান আলোচ্য বিষয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট কবি কবি কুঞ্জের সভাপতি সাহিত্যিক ও সমাজ সেবক প্রফেসর রুহুল আমিন প্রামানিক। মূলপ্রবন্ধ পাঠ করেন নিউভেরাস নিউট্রিশন (বিডি) লি: এর হেড অফিস থেকে আগত অন্যতম প্রধান উদ্যোক্তা মো:রবিউল হাসান। নগরীর এস এ ফুড লাউঞ্জে অনুষ্ঠিত এই সেমিনার সালমা পারভীনের সভাপতিত্বে¡ও জি.এম আনোয়ার হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠান আয়োজনের সার্বিক দায়িত্বে ছিলেন মো: মনিরুল ইসলাম মনি, নূর মোহাম্মদ ও আনোয়ার হোসেন।