রাজশাহীতে ১১ দফা দাবিতে আবারও পাটকল শ্রমিকদের আমরণ অনশন শুরু
♦ রাজশাহী প্রতিনিধি
বকেয়া বেতন ভাতা পরিশোধ ও মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে আবারও আমরণ অনশন শুরু করেছেন রাজশাহী পাটকল শ্রমিকরা। রবিবার দুপুর ২.৩০টার দিকে মিলের ভেতর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে জুটমিলের প্রধান ফটকে আমরণ অনশন কর্মসূচী শুরু হয়। শ্রমিক সভাপতি জিল্লুর রহমান বলেন, সরকারি-বেসরকারি অংশীদারীর সিদ্ধান্ত বাতিল, কাঁচা পাট কিনতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ, অবসরে যাওয়া শ্রমিকদের বকেয়া পরিশোধসহ ১১ দফা দাবি না মানা পর্যন্ত তাদের এ কর্মসূচি চলবে। তিনি বলেন, দাবি আদায়ের লক্ষ্যে গত ২৩শে নভেম্বর থেকে সভা, বিক্ষোভ মিছিলসহ ধর্মঘটের মত কর্মসূচিও পালন করে আসছে দেশের ১২টি রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোর শ্রমিকরা। এর মধ্যে রাজশাহীতে একটি, খুলনায় নয়টি, নরসিংদীতে একটি ও চট্টগামে একটি। দাবি আদায় না হওয়ায় আমরণ অনশন কর্মসূচি চলবে বলেও জানান এই শ্রমিক নেতা।