নওগাঁ প্রতিনিধি \ নওগাঁর রাণীনগরে ৩দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। “অর্থ পুষ্টি ¯^াস্থ্য চান, দেশি ফল বেশি খান” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সোমবার সকালে উপজেলা পরিষদ চত্তরে ৩দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়। উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে নির্বাহী অফিসার সোনিয়া বিনতে তাবিবের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম আল ফারুক জেমস। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ হারুনুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান ছনিয়া ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এসএম গোলাম সারওয়ার, প্রকল্প কর্মকর্তা মেহেদী হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, রাণীনগর থানার এস.আই মো: রইচ উদ্দিন হাজারী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন প্রমুখ। মেলায় নার্সারীর মালিকরা নানা জাতের ফলদ ও বনজ বৃক্ষের ২১টি স্টল বসিয়েছেন।