ক্রীড়া সংবাদদাতা \ শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের রাণীবাড়ি চাঁদপুর ইউনাইটেড ক্লাব আয়োজিত রাণীবাড়ি চাঁদপুর মাঠে প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট ২০১৬ এর বৃহষ্পতিবারের খেলায় জয় পেয়েছে যমুনা মানব কল্যাণ সংস্থা। তারা ২-০ গোলে লাওঘাট্টা ফুটবল দলকে পরাজিত করে। বিজয়ী দলে মিলন ও মাসুম গোল দুটি করে।