
রানীনগর বি.এল স্কুলের বিতর্কিত কমিটির
কর্মকান্ড : প্রধান শিক্ষক নিয়োগের
অভিযোগ
♦ স্টাফ রিপোর্টার
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের রাণীনগর বি.এল উচ্চ বিদ্যালয়ের মামলাসহ নানা অনিয়মের সাথে জড়িত বিতর্কিত কমিটির উদ্যোগে প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা নেয়ায় পরীক্ষা বাতিল ও কার্যক্রম বন্ধের দাবী জানিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে। গত বৃহস্পতিবার (১৩জুন) চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এর কাছে এই অভিযোগ দায়ের করেন একই বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র সোহান আলীর পিতা মো. বেলাল উদ্দিন। মো. বেলাল উদ্দিন এর অভিযোগে জানা গেছে, শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের রাণীনগর বি.এল উচ্চ বিদ্যালয়ের কমিটি গঠনের নির্বাচনে ভোটার তালিকায় ভোটার নম্বর ১৭২। বিতর্কিত নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে কমিটি গঠন করে বে-আইনীভাবে বিদ্যালয়ের কার্যক্রম অব্যহত রাখলে এলাকায় অস্থিরতা, অসন্তোষ ও উত্তেজনা সৃষ্টি হয়। এ সংক্রান্ত খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত ও প্রচারিত হয়। কমিটি গঠনে নানা অনিয়মের বিষয়ে নিয়মমাফিকভাবে সংশ্লিষ্ট শিক্ষা দপ্তরে লিখিতভাবে জানানো হয়। এব্যাপারে জেলার শিবগঞ্জ সহকারী জজ আদালতে মামলা দায়েরও হয়। মামলা নম্বর-১৮১/২০১৮ অঃ প্রঃ। “তবে, স্বাক্ষর জালিয়াতি করে ভূয়া বাদি সাজিয়ে মামলা প্রত্যাহার করে নিয়েছেন বিদ্যালয়ের বর্তমান কমিটি বলেও একটি সুত্রে জানা গেছে।” এভাবেই অবৈধভাবে চালানো বিদ্যালয় কমিটির বিভিন্ন কাজে স্থানীয়দের মতবিরোধ থাকলেও অজ্ঞাত কারণে বিদ্যালয়ের শুন্যপদে প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করেন কমিটি। বিষয়গুলো সমাধানের জন্য স্থানীয়দের গণস্বাক্ষরের অংশ হিসেবে বিদ্যালয়ের প্রায় ৯৫জন ভোটার স্বাক্ষর করে বিভিন্ন দপ্তরে জমা দেন। এলাকাবাসী বা অভিভাবকদের কারো কোন মতের তোয়াক্কা না করে প্রধান শিক্ষক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চালালে বিষয়টি জেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে অবহিত করা হয়। কিন্তু জেলা মাধ্যমিক শিক্ষা অফিসারও অজ্ঞাত কারনে নিয়োগ পরীক্ষা চলমান রাখতে গত ১৩জুন প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা গ্রহণ এবং প্রয়োজনীয় প্রক্রিয়া অব্যহত রাখার নির্দেশ দেন। আবেদনে অভিযোগকারী মো. বেলাল উদ্দিন বিষয়গুলো সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে এলাকার মাধ্যমিক বিদ্যালয়টিকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরিচালিত করার সুব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়েছেন। বিতর্কিত কমিটির অধিনে নিয়োগ প্রক্রিয়া চলমান বিষয়ে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল লতিবের কাছে জানতে চাইলে, তিনি বিষয়গুলো নিয়ে মাথা না ঘামানোর কথা বলে উল্টো প্রতিবেদককে নানা ধরণের অহেতুক ও অসংলগ্ন কথাবার্তা বলেন। উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের রাণীনগর বি.এল উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ উঠে। গত ২৪ সেপ্টেম্বর/২০১৮ ভোট দিতে গিয়ে সংশ্লিষ্ট ভোটারের ভোট দেয়া হয়ে গেছে, বলে পাঠিয়ে দেয়া হয়। বিদ্যালয়ের ভোটার ওই বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র অসিম আকরাম (রোল-১৩৬) এর পিতা তাশেম আলীকে অসম্মান করে বিদ্যালয় থেকে বের করে দেয়া হয় বলে অভিযোগ করেন ভোটার তাশেম আলী। চূড়ান্ত ভোটার তালিকায় নাম থাকা সত্বেও অভিভাবক সদস্য নির্বাচনে ভোট দিতে দেয়নি বিদ্যালয়ের অভিভাবক ভোটার তাশেম আলীকে রাণীনগর বি.এল উচ্চ বিদ্যালয়ের নির্বাচনী কমিটি ও বিদ্যালয় কর্তৃপক্ষ। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব জালাল উদ্দিনকে বললে তিনিও একই কথা বলেন। অন্যদিকে, নির্বাচনের প্রিজাইডিং অফিসার ও শিবগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা একাডেমির সুপারভাইজার আব্দুল মান্নান সুষ্ঠুভাবে নির্বাচনে ভোটগ্রহণ হয়েছে বলে দাবী করেন। অনেকের ধারণা, বিদ্যালয়ের কমিটিতে যারা শীর্ষ পদগুলো দখল করতে চায়, তারাই হয়তো ধরণের ঘটনা ঘটাতে পারে। এছাড়া রানীনগর বি.এল স্কুলের নবগঠিত কমিটি বাতিলের দাবি জানিয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহীতে গণস্বাক্ষরসহ অভিযোগ দেয়া হয় ২০১৮ সালের পহেলা অক্টোবর। অভিযোগ জমা নম্বর-১০৮, তারিখ-০৩-১০-২০১৮।