
র্যাবের হাতে চাঁপাইনবাবগঞ্জে গাঁজাসহ আটক ১
♦স্টাফ রিপোর্টার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি বিশ্বাসটোলা এলাকা থেকে তিন কেজি গাঁজাসহ একজনকে আটক করেছে র্যাব-৫। মঙ্গলবার দুপুর সোয়া ২টার দিকে শিবগঞ্জের তেলকুপি বিশ্বাসটোলা গ্রামের চকড়া মোড় হতে ৩ কেজি গাঁজাসহ তাকে আটক করে। আটক ব্যক্তি-শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের মোন্নাটোলা গ্রামের মৃত সেতাবুর রহমানের ছেলে মোঃ আবুল কালাম কালু (৪৫)।
মঙ্গলবার বিকেল ৫টায় পাঠানো এক প্রেসনোটে র্যাব-৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যদের এক অভিযানে দুপুর সোয়া ২টায় ৩ কেজি গাঁজাসহ কালুকে হাতেনাতে আটক করা হয়। আটক আবুল কালাম কালু দীর্ঘদিন হতে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাকে আসামী করে শিবগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে।