
র্যাব সেবা সপ্তাহে গাইবান্ধায় অসহায়-দুঃস্থদের মাঝে স্বরাষ্ট্রমন্ত্রীর শীতবস্ত্র বিতরণ
♦ গাইবান্ধা প্রতিনিধি
জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উদযাপন ও র্যাব সেবা সপ্তাহ ২০২১ উপলক্ষে গাইবান্ধায় অসহায়-দুঃস্থ ও গরিবদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি। সকালে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১৩, রংপুর এর আয়োজনে ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় র্যাব সেবা সপ্তাহে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন র্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লা মামুন। সভায় বক্তব্য রাখেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এ্যাড. ফজলে রাব্বী মিয়া এমপি, হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি, পলাশবাড়ী-সাদুল্লাপুর আসনের এমপি উম্মে কুলসুম স্মৃতি, পুলিশের রংপুর ডিআইজি দেবদাস ভট্রাচার্য্য, র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্ণেল তোয়াফেল মোস্তাফা সারোয়ার, গাইবান্ধা জেলা প্রশাসক মো: আবদুল মতিন। পরে জেলার তিস্তা, ব্রহ্মপুত্র ও যমুনার চরাঞ্চলের ৮ হাজার অসহায়-দুঃস্থ ও গরিবদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন প্রধান অতিথি। প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে তার দিকনিদের্শনায় জঙ্গি দমন, সন্ত্রাস দমন, বনদস্যু দমনসহ সব কিছুতেই র্যাব আস্থা ও বিশ্বাসের জায়গা অর্জন করেছে। জঙ্গি দমন, সন্ত্রাস দমন, বনদস্যু দমন শুধু নয়, যারা দেশে অস্থিরতার সৃষ্টি করতে চায়, তাদের বিরুদ্ধেও লড়ে যাচ্ছে। দেশের যে কোন দুর্যোগে তারা মানুষের পাশে দাঁড়িয়েছে।