Sharing is caring!


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি \ শত বছর পার করলো চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের মহাডাঙ্গা গ্রামের আলহাজ্ব মোঃ ফজলুর রহমান (ফাঁকু মিয়া)। ১৯১৭ সালের ১লা জুলাই মহাডাঙ্গার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের জন্ম গ্রহণ করেন তিনি। শত বছর বয়সী হলেও দেখে মনেই হবেনা, তিনি ১’শ বছর বয়সের। তাঁর বয়সের চেয়ে ছোট অনেক পুরষ-মহিলা ইহোলোক ত্যাগ করেছেন। অনেকেই বয়সের ভারে নূহ্য হয়ে পড়লেও তিনি এখনও নিজেই খাওয়া-দাওয়া, বসে নামাজ আদায়, নিজেই বাথরুম সারা, গোসলসহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন কাজ করতে পারেন। ¯^াভাবিক সকল খাবার খেতে পারেন। তিনি মহাডাঙ্গা গ্রামের মৃত আলহাজ্ব কলিমুদ্দিন ও মাতা মৃত মাহতাব নেসার দ্বিতীয় সন্তান। শিক্ষা জীবনে তিনি প্রাথমিক ও মাধ্যমিকের গন্ডী পেরিয়ে টাঙ্গাইল জেলার করটিয়া সা’দত কলেজে ভর্তি হয়ে পরীক্ষার সময় মা মাহতাব নেসার মৃত্যু হয় এবং এইচ.এস.সি পরীক্ষা দিলেও কৃতকার্য হতে পারেন নি। কর্মজীবনে তিনি প্রথমে গোদাগাড়ী প্রাথমিক বিদ্যালয়ের (অটোনোমাস) সহকারী শিক্ষক ছিলেন। পরে তিনি শহরের পোল্লাডাঙ্গা (মাইনর) প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। কিছুদিন পরে তিনি হরিমোহন সরকারী উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী এবং নবাবগঞ্জ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়েও অফিস সহকারীর দায়িত্ব পালন করেন। ১৯৭৪ সালে তিনি সরকারী চাকুরী থেকে অবসরে যান। অবসরের পরও মহিলা কলেজের অফিস সহকারী পদেও কাজ করেন তিনি। বর্তমানে তাঁর ছেলে ৬ ছেলে ও ২ মেয়ে সবাই জীবিত রয়েছেন এবং বিভিন্ন সরকারী-বেসরকারী অফিসের নিজ নিজ দায়িত্ব পালন করছেন। তাঁর মেয়ে মাহফুজা খাতুন সোনালী ব্যাংকের চাকুরী শেষে অবসর নিয়েছেন কয়েক বছর আগে। আলহাজ্ব মোঃ ফজলুর রহমান (ফাঁকু মিয়া)’র শারীরিক ¯^ুস্থ্যতা থাকার জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন সন্তানরা।

আপনার মতামত লিখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *