শিবগঞ্জ প্রতিনিধি \ শিবগঞ্জ উপজেলা কৃষি অফিস মিলনায়তনে উন্নত পদ্ধতিতে ইক্ষু উৎপাদন প্রযুক্তি ও রোগ দমন ব্যবস্থাপনা শীর্ষক এক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। কৃষি গবেষনা ফাউন্ডেশনের অর্থায়নে ও কারিগরী তত্বাবধানে এবং বাংলাদেশ সুগার ক্রপ গবেষনা ইন্সিটিউট রোগ তত্ব বিভাগের বাস্তবায়নে উন্নত পদ্ধতিতে ইক্ষু ও সাথী ফসল চাষের উপর উপজেলার ১০ জন উপসহকারী কৃষি কর্মকর্তা ও ৩০ জন করে ইক্ষু চাষীদের নিয়ে ২দিন ব্যাপি এ প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষনা ইন্সিটিটিউটের প্রক্তন পরিচালক ড. মোঃ হামিজ উদ্দিন আহম্মেদ। কৃষি সম্প্রসারন অধিদপ্তরের প্রাক্তন উপপরিচালক মোঃ আঃ সাত্তারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ সুপার ক্রম গবেষনা ইন্সিটিটিউটের প্রাক্তন মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ ইব্রাহিম তালুকদার, বর্তমান প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ শামসুর রহমান, বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ ইমাম হোসেন, শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আমিনুজ্জামান, শিবগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোঃ সুলতান আলীসহ স্থানীয় কৃষি বিভাগের কর্মকর্তা গন। ইক্ষুর রোগমুক্ত বীজ ব্যবহার, সার ব্যবস্থাপনা, রোগ ও পোকামাকড় দমন ব্যবস্থাপনা, ইক্ষুর সাথে সাথী ফসল চাষ এবং উন্নত পদ্ধতিতে ¯^াস্থ্য সম্মতভাবে গুড় উৎপাদনের উপর প্রশিক্ষন প্রদান করা হয়।