
শিবগঞ্জে একটি ড্রেন নির্মাণে ভাগ্য খুলেছে হাজারো মানুষের
♦ শিবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ৩নং দাইপুকুরিয়া ইউনিয়নের উত্তর মকিমপুর গড়ের জলাবদ্ধতায় ভাগ্যে ফাটল ধরেছিল হাজারো মানুষের। জলাবদ্ধতার কারণে শত শত বিঘা জমিতে ফসল করতে না পেরে অসহায়ত্বের থাবায় দিনাতিপাত করতো এসব পরিবার। পানি নিস্কাশন করতে না পারার কারণে শত শত আমগাছসহ বিভিন্ন গাছ মারা যাচ্ছিল। কৃষকের দুরবস্থার কথা ভেবে দাইপুকুরিয়া ইউপি চেয়ারম্যান মোঃ আতিকুল ইসলাম জুয়েল ৫ লক্ষ টাকা খরচে পানি নিস্কাশন ব্যবস্থা গ্রহণ করে এলাকার মানুষের চরম উপকার করেছেন। জলাবদ্ধতা দুর করে হাঁসি ফুটলো ভূক্তভোগি গ্রামবাসীর। এব্যাপারে এলাকাবাসী জানান, জুয়েল চেয়ারম্যান আমাদের গ্রামে জমে থাকা পানি নিস্কাশনের জন্য ড্রেন তৈরী করে দিয়ে আমাদের খুব উপকার করেছেন। আমরা এখন শত শত বিঘা জমিতে ফসল চাষাবাদ করতে পারব। ঘরবাড়িতে আর পানি জমে থাকবেনা। ইউপি চেয়ারম্যান মোঃ আতিকুল ইসলাম জুয়েল জানান, এলাকার মানুষের দুর্দশার কথা ভেবে শত শত বিঘা জমির উপর জমে থাকা পানি নিস্কাশনের ব্যবস্থা করেছি। প্রায় ৫ লক্ষ টাকা ব্যয়ে ৪০০ ফুট লম্বা ড্রেনের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। মানুষকে আর দুর্ভোগ পোহাতে হবেনা। যেন মানুষের উপকারে কাজ করে যেতে পারেন এজন্য সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি।