
শিবগঞ্জে একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
♦ শিবগঞ্জ প্রতিনিধি
জেলার শিবগঞ্জ উপজেলার চককীর্তি হাই স্কুল এ্যান্ড কলেজের চতুর্থ তলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার দুপুরে এ নির্মাণ কাজের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান এডু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, দাইপুখুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু জাফর লালান, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কামরুল আহসান আপেল, চককীর্তি স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রবিউল ইসলামসহ অন্যরা। এসময় অত্র প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন। শেষে দোয়া করা হয়। উল্লেখ্য, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নের ৩ কোটি টাকা ব্যয়ে এই ভবন নির্মাণ হচ্ছে।