শিবগঞ্জ প্রতিনিধি \ জেলার শিবগঞ্জ উপজেলার শ্যামপুরে শিক্ষার মান ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের উন্নয়নের লক্ষে এ.কিউ চৌধুরী নারী কল্যাণ শিক্ষালয়ে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে অত্র শিক্ষালয়ের আয়োজনে ও সকল শিক্ষার্থীর অভিভাবকদের নিয়ে সমাবেশে অত্র শিক্ষালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ আফতার উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সভাপতি ও অবসরপ্রাপ্ত শিক্ষিকা নিলুফা চৌধুরী। এসময় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোঃ সৈয়দ মঈনুদ্দীন, সহকারি প্রধান শিক্ষক রেজাউল করিম, আজিজুর রহমান, শিক্ষিকা শাহিদা খাতুন। অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন, সাংবাদিক মোহাঃ ইমরান আলী, এবাদুল ইসলামসহ অন্যরা। এসময় অভিভাবকদের বক্তব্যে সাংবাদিক মোহাঃ ইমরান আলী শিক্ষার্থীদের ক্লাশের পড়া ক্লাশে, বাড়িতে পড়ার নির্দশনা, ক্লাশ পরীক্ষাসহ বিভিন্ন শিক্ষনীয় বিষয়ে দায়িত্ব পালনের আহবান জানান। পাশাপাশি পিছিয়ে পড়াসহ সকল শিক্ষার্থীদের অভিভাবকদের প্রতি নিজেদের সন্তানের পড়াশোনার উপর লক্ষ্য রাখার অনুরোধও জানান। শিক্ষকগণ বলেন, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তুলনায় এই শিক্ষা প্রতিষ্ঠানে যে ছাত্রী ভর্তি হয়, তা সব পিছিয়ে পড়া ছাত্রী। আমরা চেষ্টা করছি তারা যেনো সুন্দর ও সুষ্ঠু পরিবেশের মধ্যে দিয়ে পড়াশোনায় ভালো ফলাফল করতে পারে। ভালো ফলাফলের জন্য নিয়মিত ক্লাশের পাশাপাশি অতিরিক্ত ক্লাশ ও সাপ্তাহিক পরীক্ষার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।