
শিবগঞ্জে ক্বেরাত-আযান ও ইসলামী
সংগীত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী
♦ স্টাফ রিপোর্টার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ক্বেরাত, আযান ও ইসলামী সংগীত প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী এবং ইফতার মাহফিল হয়েছে। শনিবার বিকেলে শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের গুপ্তমানিক গ্রামে এই অনুষ্ঠানের আয়োজন করেন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মো. আব্দুল কাদের মন্ডল। ক্বেরাত, আযান ও ইসলামী সংগীত প্রতিযোগিতায় ধাইনগর ইউনিয়নের ৬টি ও রাজধানী ঢাকার সাভারের একটি মাদ্রাসাসহ ৭টি মাদ্রাসার ১৯জন শিক্ষার্থী অংশ নেয়। প্রতিযোগিতায় ক্বেরাত, আযান ও ইসলামী সংগীত বিভাগে ১ম ও ২য় স্থান অর্জনকারীদের পুরস্কৃত করা হয়। এছাড়াও বাকি সকল প্রতিযোগিদেরকেও শুভেচ্ছা পুরস্কার দেয়া হয়। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন, একই ইউনিয়নের রাণিনগর তেরীচক জামে মসজিদের খতিব হাফেজ ক্বারী মো. আসাদুল ইসলাম, গুপ্তমানিক বাইতুন নূর জামে মসসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম, সদর উপজেলার সরজন হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা মোহাম্মদ উমর ফারুক। শেষে ইফতারের পূর্বে দেশ ও জাতির মঙ্গল এবং সমৃৃদ্ধি কামনায় দোয়া করা হয়।