শিবগঞ্জ প্রতিনিধি \ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ভবানীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের নবীণ শিক্ষার্থীদের বরণ, এস.এস.সি শিক্ষার্থী ও অত্র বিদ্যালয়ের শিক্ষক শরিহ উদ্দিনকে বিদায়ী সংবর্ধণা দিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার বিকেলে নবীণ বরণ ও বিদায়ী সংবর্ধণা অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হান্নান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য গোলাম রাব্বানী। ম্যানেজিং কমিটির সদস্য বাশির আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামপুর ইউপি চেয়ারম্যান খাইরুল ইসলাম, ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আফজাল হোসেন মাস্টার, রুহুল আমিন, শ্যামপুর ইউনিয়ন শাখা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জেনারুল ইসলাম, কানসাট ইউনিয়ন শাখা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ অন্যরা। এসময় বিদ্যালয়ের বিভিন্ন শ্রেনীর শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।