Sharing is caring!

স্টাফ রিপোর্টার (শিবগঞ্জ) \ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে শুক্রবার বিকেলে ও বৃহষ্পতিবার সন্ধ্যায় বজ্রপাতে ৩ জন নিহত ও ১৩ জন আহত হয়েছে। নিহতরা হলো- শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের সেন্টুর স্ত্রী জেরিনা বেগম (৪০), পাকা ইউনিয়নের চর কদমতলা গ্রামের মুখলেশুর রহমানের ছেলে শাহীন আলি (১৭) ঘটনাস্থলেই নিহত হয়। একই সময় নিহত নারায়নপুর ৩২ রশিয়া গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম কাটু (৪০)। আহতরা ব্যাক্তিরা হলেন, পাঁকা ইউনিয়নের বিশরশিয়া গ্রামের মৃত ইসমাইলের ছেলে তালিম(৫২), তালিমের ছেলে মিজানুর রহমান(২৬), শামীম(২০) ও হাসান(১৫), আফতাব উদ্দিনের ছেলে বাইদুল ও বাইদুলের ছেলে সৈবুর রহমান এবং নিহত শাহিনের ভগ্নিপতি, ১০রশিয়া  গ্রামের আবু তালেব(৫০) ও তার পরিবারের ৪ সদস্য। এছাড়া বজ্রপাতে ৪টি ছাগল, ১টি গরু মারা গেছে। এলাাকবাসী জানায়, শুক্রবার বিকেলে জেরিনা বেগম ঝড়ের মধ্যে ত্রিমোনী এলাকার আম বাগানে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে নিহত হয়। অন্যদিকে, বৃহস্পতিবার বিকেলে ঘন্টাব্যাপী ঝড়ের সময় বজ্রপাতের ঘটনায় ধানের জমিতে কাজ করার সময় উপজেলার পাকা ইউনিয়নের চর কদমতলা গ্রামের মুখলেশুর রহমানের ছেলে শাহীন আলি(১৭) ঘটনাস্থলেই নিহত হয়। একই সময় নারায়নপুর ৩২ রশিয়া গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম কাটু(৪০) বাড়িতে অবস্থান কালে বজ্রপাতে মারা গেছে। এসময় তার ৪টি ছাগল মারা যায় এবং বাড়ির সৌর বিদ্যুৎসহ অন্যান্য আসবাবপত্র নষ্ট হয়ে যায়। একই সময় একই এলাকার পাঠানপাড়া গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে ঈশারুলের  একটি গরু মারা যায়। এসব ঘটনায় ১৩ জন আহত হয়ে স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছে বলে জানা গেছে। এলাকাবাসী আরো জানান, বজ্রপাতের শতাধিক সৌরবিদ্যুৎ পুড়ে নষ্ট হয়ে গেছে এবং কয়েকটি কাড়ির (খড়ের )পালা পুড়ে গেছে। এবিষয়ে শিবগঞ্জ উপজেলা ত্রান ও পরিকল্পনা বাস্তবায়ন অফিসার আরিফুল ইসলাম জানান, বিষয়টি তিনি শুনেছেন এবং এ ব্যাপারে খোঁজ খবর নিচ্ছেন। ক্ষতিগ্রস্থদের জন্য সরকারীভাবে অবশ্যই সহায়তা করা হবে।

আপনার মতামত লিখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *