
শিবগঞ্জ প্রতিনিধি \ “শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ”এই প্রতিপাদ্যে সারাদেশে একযোগে শুরু হওয়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠ্যপুস্তক বিতরণের ন্যায় শিবগঞ্জে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিনামুল্যে পাঠপুস্তক বিতরণ করেছে শিক্ষা অধিদপ্তর। পাঠ্যপুস্তক বিতরণ উপলক্ষে সোমবার সকালে বিনোদপুর ইউনিয়নের বিশ্বনাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি মোহাঃ হারুন-অর-রশিদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাঃ মেরিনা খাতুন, সহকারী শিক্ষক মোহাম্মদ হারুন-আর-রশিদ, মোহাঃ দবির উদ্দীন, মোহাঃ তরিকুল ইসলাম, মোসাঃ কারিমা খাতুন ও বিদ্যালয়ে শিক্ষার্থীরা ও অভিভাবকবৃন্দু। শিক্ষার্থীদের হাতে নতুন বছরে নতুন বই তুলে দেন উপস্থিত অতিথি ও শিক্ষকেরা। বছরের প্রথম দিনেই নতুন বই হাতে পেয়ে উল্লাসে মেতে উঠে কোমলতি শিক্ষার্থীরা। অপরদিকে আইড়ামারী বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোহাঃ আব্দুল লতিফের সভাপতিত্বে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক তুলে দেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাঃ হারুন-অর-রশিদ, সহকারী শিক্ষক সোহেল রানা, মোহাঃ আব্দুস সালাম, মোহাঃ পলাশ উদ্দীন ও বিদ্যালয়ে শিক্ষার্থীরা ও অভিভাবকবৃন্দু উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের হাতে নতুন বছরে নতুন বই তুলে দেন শিক্ষকেরা। এছাড়া দুর্লভপুর ইউনিয়নে দোভাগী ফুলদিয়াড়ী বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোহাঃ নাফিজ উদ্দীনের এর সভাপতিত্বে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক দেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিবুল হাসান, সহকারী শিক্ষক মোঃ পলাশ, মোসাঃ সুলতানা খাতুন, মোসাঃ শকতারা খাতুন। এসময় অত্র বিদ্যালয়ে শিক্ষার্থীরা ও অভিভাবকবৃন্দু উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের হাতে নতুন বছরে নতুন বই তুলে দেন শিক্ষকেরা।