Sharing is caring!

শিবগঞ্জ সংবাদদাতা \ রমযান মাস শুরু হতে না হতে আবার বেপরোয়া ভাবে বেড়ে গেছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় লোডসেডিং। লোডসেডিংয়ের অত্যাচারের অতিষ্ঠ হয়ে পড়েছে উপজেলাবাসি। শুক্রবার থেকে শুর হওয়া রমজানে তারাবিহ-ইফতার ও সেহরির সময় চরম অসুবিধায় পড়ছেন। অন্যান্য সময় বাদ দিলেও ঠিক ঠিক ইফতারি, তারাবিহ এবং সেহরির সময়ই লোড সেডিং হওয়ায় জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। দিনের বেলা যেমন-তেমন ঘড়ির কাটা সাড়ে ৬টা বাজলেও শুরু হয়ে যায় পল্লী¬ বিদ্যুতের অত্যাচার। শুক্রবার থেকে এপর্যন্ত দেখে সারাদিন মুসলিমরা সিয়াম সাধনা করে ক্লান্ত হয়ে যখন ইফতারে সময় ইফতার করার জন্য বসে, ঠিক সে সময়ই বিদ্যুৎ চলে যায়। এছাড়া তারাবি নামায আদায়ের সময়ও একই অবস্থা। তারাবির নামাযের পূর্বে বিদ্যুৎ থাকলেও ঠিক নামাজ শুরুর পূর্ব মুহুর্তেই চলে যাই বিদ্যুৎ। কোন রকমের রাত ১২ টার পার হলেও সেহরি রান্না এবং খাওয়ার সময় বিদ্যুৎ হীন অবস্থায় কাটাতে হচ্ছে শিবগঞ্জ উপজেলার মুসলি¬দের। শুধু তাই নয়, উপজেলার ১৫টি ইউনিয়নে সারাদিন বিদ্যুৎ তো থাকেই না বরং রাতের বেলাও চলছে বেপরোয়া লোডসেডিং। এর ফলে ইফতার, তারাবি ও সেহরির পাশাপাশি বিভিন্ন স্কুল, কলেজ-মাদ্রাসা এমনকি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার চরম ব্যঘাত ঘটছে। এছাড়াও বিভিন্ন অফিস আদালত, এমনকি তথ্য সেবাগুলোতেও সেবা বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ। এদিকে এলাকায় যখন চলছে বেপরোয়া লোডসেডিং ঠিক তেমনই মহুর্তে সংবাদ লেখা, সংবাদ দেখা ও বিভিন্ন তথ্য আদান প্রদানে বির্পযয় ঘটছে। এছাড়াও বিদ্যুৎ না থাকার ফলে ধানের আবাদের ব্যাপক ক্ষতি হচ্ছে, যদিও এখন-ই ধানে ঠিকমত পানি দেয়ার মৌসুম। অপরদিকে ঠিকমত বিদ্যুৎ না থাকায় ঘরে ধান থাকা সত্তে¡ও চাউলের অভাবে অনেকের রান্নায় ব্যঘাত ঘটছে। অচল হয়ে পড়ছে রাইস মিল। শুধু তাই নয়, বর্তমানে গরুর মাংস কিনা একেবার-ই দুঃসাধ্য। এমনকি লোডসেডিং বিষয়ে প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়া সংবাদ লেখতে বসলেও এই সংবাদটি লেখতে প্রায় ৭/৮ ঘন্টা সময় লেগে যায়। এমনাবস্থা চলতে থাকলে রোজাদার মুসলিমদের ইবাদত পালনের চরম বিঘœতার পাশাপাশি সব ধরণের কলকারখানা ও শিল্প, শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস আদালতেরও সকল প্রকার কর্মকান্ডের ব্যঘাত ঘচ্ছে। এব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জুনিয়র ইঞ্জিয়ার ফিরোজ আহম্মেদের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, অতিরিক্ত লোডের কারণে বিদ্যুৎ সরবরাহের সমস্যা দেখা দিচ্ছে। এ সমস্যা নিয়ে আমরা কাজ করছি। যাতে করে মুসলিমরা পবিত্র মাহে রমযানে শান্তিপূর্ণ পরিবেশে ইবাদত বন্দেগী করতে পারে এই লক্ষ্যে আমরা কাজ করছি। আশা করছি লোড কমে গেলে আর সমস্যা হবে না।

আপনার মতামত লিখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *