
শিবগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণে র্যালি-আলোচনা
♦ স্টাফ রিপোর্টার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ বাস্তবায়ন ও এ বিষয়ে গৃহিত কার্যক্রম সম্পর্কিত র্যালি ও আলোচনা সভা হয়েছে। সোমবার সকালে বাণিজ্য মন্ত্রণালয়ের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালীটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল-রাব্বির সভাপতিত্বে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা সাবেক উপজেলা ডেপুটি কমান্ডার আবদুল হামিদ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বরুন কুমার মন্ডল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, আবদুল মান্নানসহ অন্যরা।