
শিবগঞ্জে রাস্তাসহ বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন
♦ শিবগঞ্জ প্রতিনিধি
\ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়ন পরিষদ অফিস হতে সাহাপাড়া ভায়া রানীনগর ও গোপালপুর ঘাট পর্যন্ত সাড়ে ৭ কিলোমিটার রাস্তার উন্নয়ন কাজ শুরু হয়েছে। রোববার দুপুরে ৩ কোটি ৪ লাখ টাকা ব্যয়ে এ নির্মাণ কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর-এলজিইডির তত্ত¡াবধানে এসব নির্মাণ কাজ বাস্তবায়ন করছে। এর আগে দুলর্ভপুর ইউনিয়নের ক্যাটানীতলা জগন্নাথপুর হবু আর্মির বাড়ি হতে হাসানপুর ফিল্ডের হাট ভাষা মনিরুলের বাড়ি পর্যন্ত আড়াই কিলোমিটার রাস্তা ২ কোটি ৪৩ লাখ টাকা ব্যয়ে নির্মাণ কাজের উদ্বোধন করেন সাংসদ। এসময় এলজিইডির উপজেলা প্রকৌশলী হারুন অর রশিদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, সার্ভেয়ার আবদুল হাকিম, দুলর্ভপুর ইউপি চেয়ারম্যান আবদুর রাজিব রাজু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তোহিদুল আলম টিয়া, প্রধান শিক্ষক শওকত, মাজিরুল হকসহ স্থানীয় আওয়ামীলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।