স্টাফ রিপোর্টার \ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে রাস্তা উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন ও দুঃস্থ মহিলাদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বৃহষ্পতিবার সন্ধ্যায় শিবগঞ্জ উপজেলার সেলিমাবাদ বেকি বাগান হতে কানসাট কলেজ রাস্তা পর্যন্ত রাস্তা উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য গোলাম রাব্বানী। এসময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা সহকারি প্রকৌশলী আয়াতুল্লাহ বেহেস্তী, কানসাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বেনাউল ইসলাম, কানসাট ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ড সদস্য মমরেজ আলী, কানসাট ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ড শাখা আওয়ামীলীগের সভাপতি আলাউদ্দীন, এমপির একান্ত সহকারি আলহাজ্ব মো. শহীদুল্লাহ্ কায়ছার শহীদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এলজিইডির বাস্তবায়নে রাস্তাটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে। এছাড়া বিকেলে কানসাট পুখুরিয়াস্থ শেখ রাসেল মিলনায়তনে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচীর আওতায় অ¯^চ্ছল পরিবার ও দুঃস্থ মহিলাদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করেন গোলাম রাব্বানী এমপি।