
শিবগঞ্জ প্রতিনিধি \ র্যাপিড একশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকাই গ্রামের পুটিরঘাট এলাকা থেকে ৪২৯ বোতল ফেন্সিডিলসহ একব্যক্তিকে আটক করেছে। আটক ব্যক্তি চৌকাই গ্রামের পুড়াডীপাড়ার মৃত চাঁন মুন্সি’র ছেলে মো.টানু মিয়া (২৮)। শনিবার দুপুর সোয়া বারটায় চাঁপাইনবাবগঞ্জে র্যাব-৫ ক্যাম্পের কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (এএসপি) সহিদার রহমান জানান, ফেন্সিডিল বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিত্বে তাঁর ও অপর সহকারী পুলিশ সুপার (এএসপি) নুরে আলমের যৌথ নেতৃত্বে র্যাব সদস্যরা শুক্রবার রাত সোয়া ৮টার দিকে পুটিরঘাট এলাকায় এক অভিযানে প্রায় দু’লক্ষ ১৫ হাজার টাকা মূল্যর ফেন্সিডিলসহ টানু মিয়াকে আটক করে। র্যাব জানায়, টানু মিয়া দীর্ঘদিন যাবৎ ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদকব্যবসায় জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ¯^ীকার করেছে। এ ঘটনার ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।