Sharing is caring!

শিবগঞ্জ প্রতিনিধি \ এইচ.এস.সির ফলাফলে এবছর শিবগঞ্জের সেরা পুখুরিয়া মহিলা কলেজ এবং বিনোদপুর আলিম মাদ্রাসা। তবে পরপর ৫ বার সফলতার শীর্ষে এমপিও ভুক্ত না হওয়া পুখুরিয়া মহিলা কলেজটির সংশ্লিষ্ট সকলেই আবারো আশায় বুক বেধেছে ভাল ফলাফলের জন্য সরকার হয়ত এবার এ প্রতিষ্ঠানটি এম,পি,ও ভুক্ত করবে। কলেজটির অধ্যক্ষ আঃ রাকিব জানান, ২০০২ সালে শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের পুখুরিয়া নামক স্থানে কলেজটি প্রতিষ্ঠিত হয়ে এইচ.এস.সির ফলাফলে গত ৪ বছর শীর্ষ স্থান ধরে রাখার পর এবছর একজন জিপিএ-৫ ও বিজ্ঞানে শতভাগসহ শতকরা পাসের হার ৯৬.৪৭ এবং শিবগঞ্জে ১৮টি এমপিও ভুক্ত এবং ১টি নন এমপিও ভুক্তসহ ১৯টি কলেজের মধ্যে শীর্ষে অবস্থান করছে নন এমপিও শি¶া প্রতিষ্ঠান পুখুরিয়া মহিলা কলেজ। অন্যদিকে, শিবগঞ্জে সেরা ফলাফল করেছে বিনোদপুর আলিম মাদ্রাসা। এ প্রতিষ্ঠানে পাশের হার ৯২%। এছাড়া উজিরপুর আদর্শ কলেজের ৮২.৬৯,শিবগঞ্জ ¯œাতক মহাবিদ্যালয়ের ৭৬.৬২, মহিলা কলেজের ৭১ এবং সত্রাজিতপুর ফাযিল মাদ্রাসার পাশের হার ৭৬%।

আপনার মতামত লিখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *