
শিবগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে ২ জনসহ ৪৭ জনের মনোনয়নপত্র দাখিল
♦ শিবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে উৎসবমূখর পরিবেশে মেয়র পদে ২ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ১২ জন ও কাউন্সিলর পদে ৩৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। শিবগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মাহবুবুল কবির জানান, বেলা ৩টা পর্যন্ত প্রথমে আ’লীগের মনোনিত মেয়র প্রার্থী সৈয়দ মনিরুল ইসলাম এবং পরে বিএনপি মনোনীত প্রার্থী ওজিউল ইসলাম দলীয় নেতাকর্মীদের নিয়ে মনোনয়ন পত্র জমা দেন।
তবে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আমজাদ হোসেন মনোনয়ন উত্তোলন করলেও এখনও জমা দেননি। এছাড়া মহিলা কাউন্সিলর ও কাউন্সিলর প্রার্থীগণ উৎসবমুখর পরিবেশে তাদের মনোনয়নপত্র জমা দেন। উল্লেখ্য, শিবগঞ্জ পৌরসভা নির্বাচনে ৩ জন মেয়র প্রার্থীসহ ৫৬ জন কাউন্সিলর প্রার্থী মনোনয়ন পত্র উত্তোলন করেন। শনিবার সকাল থেকে উৎসবমুখর পরিবেশে অনেকেই তাদের মনোনয়ন পত্র জমা দেন। ৪র্থ ধাপের পৌর নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিলো ১৭ জানুয়ারী, যাচাই-বাছাই ১৯ জানুয়ারী, প্রত্যাহার ২৬ জানুয়ারী এবং ভোট গ্রহণ ১৪ ফেব্রুয়ারী। আসন্ন এ নির্বাচনে ১৫টি ভোট কেন্দ্রে ১৬ হাজার ৫’শ ৪৭ জন পুরুষ এবং ১৬ হাজার ৪’শ ৩২ জন মহিলা ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।