
শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র শীতবস্ত্র বিতরণ
♦ স্টাফ রিপোর্টার
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ সীমান্তের চাকপাড়া এলাকার অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
১২ জানুয়ারী মঙ্গলবার দুপুরে অত্র ব্যাটালিয়নের আওতাধীন চকপাড়া বিওপির দায়িত্বপূর্ণে সীমান্তের অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ফকির গ্রুপ এর সৌজন্যে ২০০টি কম্বল বিতরণ করেন বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার কর্ণেল তুহিন মোহাম্মদ মাসুদ, বিপিএম, জি।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে লেঃ কর্নেল মাহমুদুল হাসান, পিএসসি, অধিনায়ক, রহনপুর ব্যাটালিয়ন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং স্থানীয় চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শীতবস্ত্র বিতরনের বিষয়টি মঙ্গলবার সন্ধ্যায় এক প্রেসনোটে নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জস্থ রহনপুর ৫৯ বিজিবি কর্র্তৃপক্ষ।