Sharing is caring!

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পাবলিক সার্ভিস দিবসে র‌্যালী ও আলোচনা

সরকারের উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নে নিরলসভাবে

কাজ করতে হবে: জেলা প্রশাসক

♦ স্টাফ রিপোর্টার

জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক বলেছেন, সরকারের উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করতে সকল কর্মকর্তাকে নিরলসভাবে কাজ করতে হবে। এছাড়াও সরকারের ভাবমূর্তি উজ্জল করতে ও এসডিজি বাস্তবায়নে সকল সরকারী দপ্তরের কর্মকর্তাদের সমšি^তভাবে কাজ করার কোন বিকল্প নেয়। সভাপতির বক্তব্যে তিনি আরো বলেন, সরকারী কর্মকর্তাদের সবোর্চ্চ ত্যাগ স্বীকার করে সেবা প্রদান করার মানসিকতা রাখতে হবে। ডিজিটাল বাংলাদেশে আমরা এখন আর চাইলেও দুর্নীতি করতে পারবো না। ডিজিটাল বাংলাদেশের কল্যানে আর খুব বেশি দিন দূরে নয়, যখন শতভাগ সততা ও দুর্নীতিমুক্তভাবে আমরা জনগণকে সেবা প্রদান করতে বাধ্য হবো। মহান মুক্তিযুদ্ধে সরকারী কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, সরকারী কর্মকর্তারা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছে এবং অনেকেই প্রাণ দিয়েছে। দেশের উন্নয়নে ও ক্ষুধা-দারিদ্রমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায়ও আমরা কাজ করছি। জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলণ কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি জানান, ২০৩০ সালের মধ্যে এসডিজি বাস্তবায়নে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে সরকারী কর্মকর্তাদেরকেই। এসডিজি বাস্তবায়ন হলে এদেশে শতভাগ ছেলেমেয়ে মাধ্যমিক পাশ করবে। তখন দেশে আর কোন গরীব থাকবে না, বৈষম্য থাকবে না। বাংলাদেশের মানুষ তখন বিদেশে গৃহকর্মী, শ্রমিকের কাজ করবে না। অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তাদের অভিজ্ঞতা থেকে নবীন কর্মকর্তাদের শিক্ষা নেয়ার উপর গুরুত্ব দিয়ে জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক বলেন, অভিজ্ঞতা একটি অমূল্য সম্পদ, তাই অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের অজিজ্ঞতা থেকে আমরা শিক্ষা নিবো। জেলায় ৩ বছর ব্যাপী যে পরিকল্পনা নেয়া হয়েছে, তাঁদের কোন পরামর্শ থাকলে সেটিও আমরা গ্রহণ করবো। এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলণ কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.কে.এম. তাজকির-উজ-জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সির্ভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মঞ্জুরুল হুদা, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা আনন্দ কুমার অধিকারী, জেলা মৎস্য কর্মকর্তা ড. মো. আমিমুল এহসান, জেলা প্রশাসনের সহকারী প্রোগ্রামার মো. নাজমুল হক, অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা মো. আনোয়ারুল হকসহ অন্যরা। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবেন্দ্র নাথ উরাঁও, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর হোসেনসহ জেলার অন্যান্য উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, জেলা তথ্য কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান, ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. আবুল কালাম, মহিলা বিষয়ক অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোসা. সাহিদা আখতার, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিচালক রওশন আরা বেগমসহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও অন্যান্য কর্মকর্তাগণ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তাবৃন্দ। র‌্যালীতে অংশগ্রহণ করেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব আলম খান-পিপিএম, জেলা শিক্ষা অফিসার আব্দুল লতিফ, জেলা ক্রীড়া অফিসার মো. আখতারুজ্জামান তালুকদার রুমি, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. শফিকুল আলমসহ অন্যান্যরা।

আপনার মতামত লিখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *