Sharing is caring!

সড়ক দূর্ঘটনায় নিহত চাঁপাইনবাবগঞ্জের

এ্যাড. সৈয়দ শাহজামাল

♦ স্টাফ রিপোর্টার

চাঁপাইনবাবগঞ্জের জেলা জজ কোর্টের আইনজীবী, আমার চ্যানেল আই দর্শক ফোরাম চাঁপাইনবাবগঞ্জের সদস্য, সুজনের চাঁপাইনবাবগঞ্জ শাখার সভাপতি এ্যাড. সৈয়দ শাহজামাল সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত আড়াই টার দিকে ঢাকা যাওয়ার পথে টাঙ্গাইলে তাদের বহনকারী মাইক্রোবাস দূর্ঘটনায় পড়লে তিনি ঘটনাস্থলেই মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর। একই মাইক্রোর চালক চাঁপাইনবাবগঞ্জ শ্রমিকদলের নেতা মো, মোশাররফ হোসেন মুশাও নিহত হয়। সৈয়দ শাহজামাল আইন পেশার পাশাপাশি, চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী গম্ভিরা গানের “রসকস চাঁপাই গম্ভীরা দল” নানা ছিলেন, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। একই সড়ক দূর্ঘটনায় চাঁপাইনবাবগঞ্জের গম্ভিরা “রসকস চাঁপাই গম্ভীরা দল” এর নাতি মনিরসহ ৬জন আহত হয়। আহতদের টাঙ্গাইল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। শনিবার বিকেল ৫টায় মরহুম এ্যাড. সৈয়দ শাহজামালের প্রথম নামাজে জানাযা চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতি চত্বরে এবং চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঘুঘুডিমায় মাগরিবের নামাজের পর ২য় জানাযা শেষে ঘুঘুডিমা গোরস্থানে দাফন সম্পন্ন হয়। এ্যাড. সৈয়দ শাহজামালের জানাযায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব রুহুল আমিন, মুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুস সামাদ, ‘দৈনিক চাঁপাই দর্পণ’ এর উপদেষ্টা এ্যাড. মিজানুর রহমান, রাকিবুল ইসলাম বাবু, মানিক রায়হান, ‘দৈনিক চাঁপাই দর্পণ’ এর সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু, সদর উপজেলা চেয়ারম্যান মো. মোখলেশুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর হোসেন, ট্রাক মালিক গ্রæপের সভাপতি এ্যাড. আব্দুস সামাত বকুল, বিশিষ্ট সমাজ সেবক সামিউল হক লিটন, ডা. গোলাম রাব্বানী, আমার চ্যানেল আই দর্শক ফোরাম চাঁপাইনবাবগঞ্জের সদস্য মো. তরিকুল ইসলাম (টি.ইসলাম), ফারুক আহমেদ, পিপি এ্যাড. জবদুল হকসহ আইনজীবীগণ, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. নজরুল ইসলাম, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াকর্মীসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, বিএনপি, জাতীয় পার্টির বিভিন্নস্তরের নেতেৃবৃন্দ ও শত শত সাধারণ মানুষ। এ্যাড. সৈয়দ শাহজামালের অকাল মৃত্যুতে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের জেলা ও দায়রা জজ মো. লিয়াকত আলী মোল্লা, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক, চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. আকরামুল হক। এ্যাড. সৈয়দ শাহজামালের অকাল মৃত্যুতে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ‘চাঁপাই দর্পণ’ পরিবারের পক্ষ থেকে এবং আমার চ্যানেল আই দর্শক ফোরাম চাঁপাইনবাবগঞ্জের পক্ষ থেকে ‘দৈনিক চাঁপাই দর্পণ’ এর সম্পাদক ও চ্যানেল আই’র জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম রঞ্জু এবং আমার চ্যানেল আই দর্শক ফোরাম চাঁপাইনবাবগঞ্জের সহ-সভাপতি এনামুল হক তুফান।

আপনার মতামত লিখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *