গোদাগাড়ী প্রতিনিধি \ রাজশাহী জেলার গোদাগাড়ীর হরিন বিস্কা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী ঝরে পড়া রোধে শেয়ারিং মিটিং হয়েছে। বুধবার সকালে দীপ শিখা ডিইইপি, গোদাগাড়ীর আয়োজনে হরিণ বিস্কা উচ্চ বিদ্যালয়ে বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক গোলাম নবীর সভাপত্বিতে এ মিটিং অনুষ্ঠিত হয়। মিটিং এ প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাসুদ পারভেজ বিপ্লব। বিশেষ অতিথি ছিলেন, দপি শিখার(আই,জি,এ) সহ-সমš^য়কারী আঃ আলীম শেখ, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সেলিম সানোয়ার পলাশ, ম্যানেজিং কমিটির সদস্য সেলিম রেজা, শাওকত আলী, সাজ্জাদ আলী। দীপ শিখার ( শিক্ষা ও নারী উন্নয়ন) সহ-সমš^য়কারী তপতী রানী দাসের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দীপ শিখার ফিল্ড সুপারভাইজার সাবিনা ইয়াসমিনসহ শিক্ষক শিক্ষকা ও অভিভাবকবৃন্দ।