প্রেস বিজ্ঞপ্তি \ হিউম্যান রাইটস ডিফেন্ডার্স ফোরাম রাজশাহীর উদ্যোগে মুক্তিযুদ্ধ পাঠাগারে আন্তর্জাতিক আদিবাসী দিবস” উপল¶ে আলোচনা সভা হয়েছে। আন্তর্জাতিক আদিবাসী দিবসের প্রতিবাদ্য হচ্ছে- “আদিবাসীদের শি¶া, ভূমি ও জীবনের অধিকার।” শুক্রবার বিকেলে আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাবিত্রী হেমব্রমের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী কলেজের ইংরেজী বিভাগের শি¶ক স্যামসন হাঁসদা, রাজশাহী মেট্রোপলিটন কলেজের অধ্য¶ ও আইইডি রাজশাহীর ফেলো জুলফিকার আহমেদ গোলাপ, জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক আন্দ্রিয়াস বিশ্বাস এবং আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি বিভূতী ভূষণ মাহাতো। এছাড়াও বক্তব্য রাখেন, আদিবাসী ছাত্র পরিষদের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আপেল মুন্ডা, হিউম্যান রাইটস্ ডিফেন্ডার্স ফোরাম রাজশাহীর সদস্য শিউলী মার্ডি, আন্দ্রিয়াস মুর্মু। সঞ্চালনা করেন হিউম্যান রাইটস ডিফেন্ডার্স ফোরাম রাজশাহীর সদস্য তরুন মুন্ডা। আলোচনা সভায় বক্তারা, রাষ্ট্রীয়ভাবে বিশ্ব আদিবাসী দিবস পালন, আদিবাসীদের সাংবিধানিক ¯^ীকৃতি, আদিবাসী কোটা ব্যবস্থার পূর্ণ বাস্তবায়ন, সমতল আদিবাসীদের জন্য পৃথক ভুমি কমিশন গঠনের দাবি জানান। এছাড়াও আদিবাসীদের উপর জুলুম-হত্যা, নির্যাতন, ধর্ষণ, ভূমি দখল, উচ্ছেদ বন্ধের দাবি জানান বক্তারা।