ক্রীড়া সংবাদদাতা \ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মসজিদপাড়া মহল্লার মতিউর রহমানের ৩ ছেলের মধ্যে সবার ছোট মোস্তাফিজুর রহমান মুন (২০) সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। সে প্রায় ১ বছর যাবৎ কিডনী জনিত রোগে ভুগছিল। সে চাঁপাইনবাবগঞ্জ জেলা হ্যান্ডবল যুব দলের নিয়মিত খেলোয়াড় ছিল। তার অকাল মৃত্যুতে জেলার ক্রীড়াঙ্গনে নেমে আসে শোকের ছায়া। চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সভাপতি, সম্পাদক, নির্বাহী ও সাধারণ পরিষদের সদস্যবৃন্দ শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। তাকে মঙ্গলবার সকাল ১০টায় রেহাইচর গোরস্থানে জানাযা শেষে দাফন করা হয়।