স্টাফ রিপোর্টার \ ১৮টি দাবি নিয়ে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আগামী শনিবার কৃষক সমাবেশ করবে ম্যাংগো ফাউন্ডেশন ও আরেলা অনন্য পরিষদ। শিবগঞ্জ সরকারী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে শনিবারে অনুষ্ঠিতব্য সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সমাজ কল্যান মন্ত্রণালয়ের সচিব মোঃ জিল্লার রহমান। সমাবেশে আড়তে ওজনে বেশী আম নেয়া বন্ধ ও ডিজিটাল পরিমাপক পাল্লা ব্যবহারের সিদ্ধান্ত বাস্তবায়ন এবং ঝড় ও শিলা বৃষ্টিতে আমের ব্যাপক ¶তিপুরণের দাবীতে আম চাষি, ব্যবসায়ী ও বাগান মালিকরা এই সমাবেশে দাবি তুলবেন। এদিকে ম্যাংগো ফাউন্ডেশনের আহŸায়ক আহসান হাবিব জানান, কৃষক সমাবেশ থেকে সাধারণ চাষি, ব্যবসায়ী ও বাগান মালিকদের ১৮টি দাবি সরকারের কাছে তুলে ধরা হবে এই সমাবেশে। দাবিগুলো- ১. ঝড় ও শিলা বৃষ্টিতে আমের ব্যাপক ¶তি হওয়ায় তালিকা করে ¶তিগ্রস্থদের ¶তিপূরণ প্রদানের জোর দাবী। ২. আড়তে ১ মনে ৪০ কেজির উপরে ওজনে বেশী আম নেয়া বন্ধ ও ডিজিটাল পাল্লা ব্যবহারের সিদ্ধান্ত বাস্তবায়ন করা। ৩. ভল্কিবাজীর ওজন বা কারচুপি করে আরো বেশী আম নেয়া অসৎ আড়তদারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ। ৪. জেলায় গৃৃহিত সিদ্ধান্ত আড়তদারদের ওজন কারচুপি ঠেকাতে আগের নিয়মে এ্যানালগ পদ্ধতিতে কাঠের ওজন পাল্লা বাতিল এবং আধুনিক ও ডিজিটাল পরিমাপক যন্ত্রে আমের ওজন চালু বাস্তবায়ন করা। ৫. প্রত্যেক আড়ৎদারের সার্বিক তথ্য সংগ্রহ করে সংর¶ণ এবং প্রয়োজনে তাদের খুঁজে বের করা এবং ব্যবস্থা গ্রহনের জন্য ট্রেড লাইসেন্স বাধ্যতামূলক করার। ৬. আম বিক্রির পরপরই মূল্য পরিশোধের ব্যবস্থা ও টাকা প্রদানে টালবাহানা করা আড়তদারদের বিরুদ্ধে অভিযোগ দেয়া হলে আইনগত বা টাকা পাওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ। ৭. ধান্দাবাজ আড়ৎদারদের চিহ্নিত করণ,মাদক ও অস্ত্র চোরাচালান বন্ধে পদ¶েপ গ্রহণ ও বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে পদ¶েপ রাখা। ৮. আমচাষীরা আম আড়তে দেয়ার পর অনেক অসাধু আড়তদার ভোক্তাকে প্রত্যারণার জন্য এবং নিজেদের বেশী মুনাফার আসায় আামের রং উজ্জল রাখাতে ও অপরিপক্ক আম পাঁকানোর জন্য কার্বাইড মেশানো বন্ধে জোর দাবী। ৯. কম খাজনা নেয়া, বৃষ্টি ও রোদের কারনে আম নষ্ট ও ভ্যান ওয়ালাদের কষ্ট কমানোর জন্য সড়কের ধারে এবং মাঠে দাঁড়িয়ে আম বিক্রিতে কষ্ট, আম নষ্ট ও যানজট এড়াতে ভাল স্থানে জমির ব্যবস্থাপূর্বক আধুনিক মানের বহুতল আম মার্কেট ও সড়ক নির্মানের জোর দাবী । ১০. সার্ব¶নিক ও উন্নত মানের আম বাজারে আম নামানোর ব্যবস্থা গ্রহণ, বিদ্যুৎ ব্যবস্থা গ্রহণ করার দাবী। ১১. ওজন কারচুপি ঠেকানোসহ ১ মনে ৪০ কেজি‘র উপর আম নেয়া বন্ধ ও ডিজিটাল পরিমাপক যন্ত্রের ব্যবহার আবশ্যকীয় করা, মাদক ও অস্ত্র চোরাচালান বন্ধ এবং মাদক কেনাবেচা ঠেকাতে মনিটরিং সেল ও ভ্রাম্যমান আদালত চালু রাখার দাবী। ১২. ম্যাংগো লেবারদের তালিকা তৈরী করে অসময়ে সরকারী সহায়তা প্রদানের দাবী। ১৩. জেলায় গত ৪ মে তারিখের গৃহিত সিদ্ধান্ত উপজেলা প্রশাসনের উদ্যোগে জনগণকে সচেতন ও অবগতি করার ল¶্যে ব্যাপকহারে দ্রুত প্রচারের দাবী। ১৪. নিরাপদ, ¯^াস্থ্যসম্মত ও রফতানীযোগ্য আম উৎপাদন ও বাজারজাতকরণের ল¶ে আম চাষি, ব্যবসায়ী ও বাগান মালিকদের মাসে অন্তত ৫০০ জনের সময়োপোযোগী প্রশি¶ন প্রদানের ব্যবস্থা গ্রহনের জন্য দাবী। ১৫. চাঁদাবাজি প্রতিরোধ, সার্বিক নিরাপত্তা ও গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের ল¶ে কানসাট আম বাজার এলাকায় অতিরিক্ত আইনশৃংখলাবাহীনি সার্ব¶নিক মোতায়েন থাকা ও সার্ব¶নিক মনিটরিং সেল ও ভ্রাম্যমান আদালত চালু রাখার দাবী। ১৬. জেলায় গৃহতি সিদ্ধান্তের প্রে¶িতে জুস কোম্পানীদের এজেন্টরাও যেন ওজনে বেশী আম না নেয় এবং নায্য বাজার মূল্য প্রদান করে তার ব্যবস্থা গ্রহনেরও দাবী। ১৭. জেলায় গ্রামীণ নারীদের আম থেকে উৎপাদিত পন্য আমচুর,আমতা (আম¯^ত্ব) ও আচার তৈরীতে আধুনিক প্রশি¶ণের ব্যবস্থা গ্রহণের দাবী। ১৮. জেলায় গ্রামীণ নারীদের তৈরীকৃত আম পন্যের নায্যমূল্য প্রদানে অসাধু ক্রেতাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার দাবী। এসব দাবি নিয়েই শনিবার কৃষক সমাবেশ অনুষ্ঠিত হবে।