
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি \ র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল এএসপি মোঃ নুরে আলম এর নেতৃত্বে শুক্রবার দুপুরে রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার বড়গাছী গ্রামে পদ্মা নদীর উত্তর পার্শ্বে অভিযান চালিয়ে ৪৯০ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার চরভূবনপাড়া এলাকার মৃত. আক্তার হোসেনের ছেলে সুফান আলী(২৫)। র্যাব ঘটনার বিবরণ দিয়ে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার বড়গাছী গ্রামে পদ্মা নদীর উত্তর পার্শ্বের ফাঁকা জায়গায় কতিপয় মাদক ব্যবসায়ী হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে তাদেরকে হাতেনাতে গ্রেফতার করার ল¶্যে র্যাবের একটি আভিযানিক দল এএসপি মোঃ নুরে আলম এর নেতৃত্বে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুকৌশলে অভিযানে মাদক ব্যবসায়ী সুফান আলীকে ৪৯০ গ্রাম হেরোইনসহ হাতেনাতে গ্রেফতার করতে স¶ম হয়। যার মূল্য অনুমান প্রায় ৫০ ল¶ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ওই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ হেরোইন সহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত। এ ঘটনার ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।