
৫৯ বিজিবি’র ভারতীয় ফেন্সিডিল উদ্ধার
♦ স্টাফ রিপোর্টার
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শিবগঞ্জ উপজেলার স্মশানঘাট এলাকা থেকে ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে ৫৯ বিজিবি সদস্যরা। চাঁপাইনবাবগঞ্জস্থ রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মাহমুদুল হাসান পিএসসি ফেন্সিডিল আটকের বিষয়টির সত্যতা নিশ্চিত করে এক প্রেসনোটে জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার দুপুর ১২টার দিকে সোনামসজিদ বিওপির জেসিও সুবেদার মোঃ আলমগীর খাঁন ঠাকুর এর নেতৃত্বে টহল দল নিজস্ব দায়িত্বপ‚র্ণ এলাকার সীমান্ত পিলার ১৮২/২-এস হতে আনুমানিক ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শ্বশানঘাট হতে ভারতীয় ফেন্সিডিল-১ হাজার ১৩০ বোতল মালিক বিহীন অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত ফেন্সিডিল এর আনুমানিক মূল্য-৪ লক্ষ ৫২ হাজার টাকা। উদ্ধারকৃত ফেন্সিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।