Sharing is caring!

৬ স্বাস্থকর্মীসহ আক্রান্ত ২৬
চাঁপাইনবাবগঞ্জে করোনা রোগী বেড়ে ২২৫॥ মোট সুস্থ ৯৩॥ চরম ঝুঁকিতে জেলা

স্টাফ রিপোর্টার

চাঁপাইনবাবগঞ্জ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা গত ১ সপ্তাহে প্রায় শতাধিক। সোমবার রাতে ল্যাব থেকে রিপোর্টে ৬জন স্বাস্থ্যকর্মীসহ মোট ২৬ জনের পজেটিভ রেজাল্ট আসায় চাঁপাইনবাবগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২৫ জনে। গত ১ সপ্তাহে জেলায় নতুন আক্রান্ত হয়ে বেড়েছে ১২৩জন। জেলায় মোট চিকিৎসাধিন রোগী বর্তমানে ১৩২জন। জেলায় সুস্থ্য হয়েছেন মোট ৯৩ জন। কয়েকদিনে করোনা সংক্রমনে জেলা চরম ঝুঁকিতে পড়েছে বলে মন্তব্য জেলা স্বাস্থ্য বিভাগের। সিভিল সার্জন সুত্রমতে গত ৭জুন পজেটিভ আসে ১৬জন, ৮জুন পজেটিভ আসে ৬জন, ৯জুন আসে ৩৫ জন, পরের দিনই আসে আবারও ১৭জন এবং রবিবার আসে ২২জনের পজেটিভ এবং সোমবার রাতে পজেটিভ রেজাল্ট আসে ৬জন স্বাস্থ্যকর্মীসহ ২৬ জনের। আগামীতে আরও বেশী আক্রান্তের আশংকা করছেন সিভিল সার্জন। আক্রান্তরা সকলেই নিজ নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইন এ আছেন। জেলায় করোনা সংক্রমন প্রতিরোধে প্রয়োজনীয় সচেতনতা ও নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গ্রহণ প্রয়োজন বলেও মনে করছেন জেলার সিভিল সার্জন। অবশ্য জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় সিদ্ধান্তের পর করোনা প্রতিরোধে মাক্স পরা এবং স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য মাঠে কঠোর অবস্থান নিয়েছেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহীনির সদস্যরা। এদিকে, সোমবার রাতে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে এনামুল হক নামে আশি বছর বয়সী একজন মৃত্যুবরণ করে। মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী বিষয়গুলো নিশ্চিত করে বলেন, গত ১ সপ্তাহে জেলায় পজেটিভ রোগীর সংখ্যা বাড়ায় উৎবেগ ও উৎকন্ঠা প্রকাশ করেন। তিনি বলেন, কয়েকদিনে করোনা সংক্রমনে জেলা চরম ঝুঁকিতে পড়েছে। আগামীতে কোরবানীর ঈদে আবারও হয়তো সংক্রমনের হার আশংকাজনক হারে বাড়তে পারে। সকলকে সচেতন হয়ে সরকারী স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ জানান সিভিল সার্জন।

আপনার মতামত লিখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *