1. tohidulstar@gmail.com : sobuj ali : sobuj ali
  2. ronju@chapaidarpon.com : Md Ronju : Md Ronju
গোমস্তাপুরে সাংবাদিক কল্যাণ তহবিলের প্রীতি ক্রিকেট ম্যাচ - দৈনিক চাঁপাই দর্পণ
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৩:৪৭ পূর্বাহ্ন

গোমস্তাপুরে সাংবাদিক কল্যাণ তহবিলের প্রীতি ক্রিকেট ম্যাচ

গোমস্তাপুর (নিজস্ব) প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
  • ১২৯ বার পঠিত

গোমস্তাপুরে সাংবাদিক কল্যাণ তহবিলের প্রীতি ক্রিকেট ম্যাচ

চাঁপাইনবাবগঞ্জের একমাত্র নিরপক্ষ ও নিরপেক্ষ তিন উপজেলা নিয়ে গঠিত সংগঠন সাংবাদিক কল্যাণ তহবিল (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আয়োজিত প্রীতি ক্রিকেট খেলা ২০২৩ গতকাল বিকেল সাড়ে চার টায় গোমস্তাপুর উপজেলার রহনপুর এবি সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। এ খেলায় প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস ও বিশেষ অতিথি ছিলেন-রহনপুর পিএম আইডিয়াল কলেজের অধ্যক্ষ ইমতিয়াজ মাসরুর। বৃষ্টির কারণে খেলাটি শুরু হয় ১২ ওভার প্রথমে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন লাল দলের ভারপ্রাপ্ত অধিনায়ক শাহরিয়ার শাহাদাত, নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১০৩ করতে সক্ষম হয় লাল ক্রিকেট দল, লাল দলের অলরাউন্ডার শিপনের ব্যাট থেকে সর্বোচ্চ আসে ২৫ রান ও সবুজ দলের হয়ে ৩ উইকেট নেন শহিদুল ইসলাম ও ১০৪ রানের সহজ টার্গেটে খেলতে নেমে শুরুতেই দুই ওপেনার ও অধিনায়ক হাসানুজ্জামান ডালিমের উইকেট খুইয়ে বসে সবুজ ক্রিকেট দল, পর পর আবারো দুই উইকেট হারালে বিপর্যয় পড়তে হয় সবুজ ক্রিকেট দলকে ও মিডিল অডারে নেমে অলরাউন্ডার ফারুক হোসেন ডন সহ-অধিনায়ক সারোয়ার জাহান সুমনের জুটি এই ধাক্কা সামাল দেই, ম্যাচের টানটান উত্তেজনার খেলায় সবুজ ক্রিকেট দল- লাল ক্রিকেট দলকে ১ উইকেটে পরাজিত করে ২ বল বাকি থাকতেই। সবুজ দলের অলরাউন্ডার ফারুক হোসেন ডন এর ব্যাট থেকে আছে সর্বোচ্চ ৩০ রান, অপরাজিত থেকে ত্রিশ রান সংগ্রহ করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন ষ এবং লাল দলের হয়ে সিপন ও মোহাম্মদ আলী দুটি উইকেট করে শিকার করেন! এছাড়া সাংবাদিক কল্যান তহবিলের সভাপতি আসাদুল্লাহ আহমেদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সাংবাদিক কল্যাণ তহবিল -এর সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বাবু, সহ-সম্পাদক শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক নুরুজ্জামান, সাংস্কৃতিক সম্পাদক জাকির হোসেন সনি, সমাজ কল্যাণ সম্পাদক আব্দুস সামাদ, প্রচার প্রকাশনা সম্পাদক ইসমাইল হোসেন, ক্রীড়া সম্পাদক ফারুক হোসেন ডন,ও তহবিলের নির্বাহী সদস্য শহিদুল ইসলাম, কায়সার আহমেদ ও শাহ্ কবির । এছাড়া ও সা.ক.ত-এর সদস্য শরিফুল ইসলাম শরীফ, হাসানুজ্জামান ডালিম, মোহাম্মদ আলী, সোহেল রানা, আতাউর রহমান, জামিল হোসেন ও সারোয়ার জাহান সুমন সহ সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত থেকে ক্রিকেট খেলাটি উপভোগ করেন। খেলা ও আলোচনা শেষে বিজয়ী দলের “দৈনিক তৃতীয় মাত্রার” নাচোল উপজেলা প্রতিনিধি ফারুক হোসেন ডনের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি সাবেক এমপি গোলাম মোস্তফা বিশ্বাস ও অন্যান্য অতিথিরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
Copyright All rights reserved © 2024 Chapaidarpon.com
Theme Customized BY Sobuj Ali
error: Content is protected !!