1. tohidulstar@gmail.com : sobuj ali : sobuj ali
  2. ronju@chapaidarpon.com : Md Ronju : Md Ronju
চাঁপাইনবাবগঞ্জে উৎসবমূখর পরিবেশে নববর্ষ উদযাপন ॥ নানা আয়োজন - দৈনিক চাঁপাই দর্পণ
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩:১১ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে উৎসবমূখর পরিবেশে নববর্ষ উদযাপন ॥ নানা আয়োজন

স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪
  • ৩২ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জে উৎসবমূখর পরিবেশে নববর্ষ উদযাপন ॥ নানা আয়োজন

মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে উৎসবমুখর পরিবেশে চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন হয়েছে। রবিবার পহেলা বৈশাখ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে সকালে বের হওয়া মঙ্গল শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই চত্বরে গিয়ে শেষ হয়। ১লা বৈশাখ শান্তিপূর্ণ ও আনন্দ বিনোদনের মাধ্যমে পালন করা হয়। বেলুন উড়িয়ে নববর্ষ উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা শহরের তুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই চত্বরে বঙ্গবন্ধু মঞ্চে এসে শেষ হয় এবং সেখানে বর্ষবরণের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

এসময় পুলিশ সুপার মোঃ ছাইদুল হাসান বিপিএম-পিপিএম সেবা, বীর মুক্তিযোদ্ধা ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুস সামাদ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবেন্দ্র নাথ উরাঁও, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব উল ইসলামসহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের প্রধানগণ, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, বিভিন্ন স্বেচ্ছাসেবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করে। আবহমান গ্রাম বাংলার গ্রামের বধূ, বর-কনে, ঢেঁকি, জাঁতা, লাঙ্গল, মই, ঘুড়িসহ রংবেরং এর ফেস্টুন শোভাযাত্রাকে আকর্ষনীয় করে তোলে।

বর্ষবরণের মূল আয়োজন সংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশিত হয়। শিল্পীদের রং তুলিতে তাদের বিভিন্ন স্থানে পহেলা বৈশাখের আল্পনা এঁকে শুভেচ্ছা জানানো হয়। অসাম্প্রদায়িক বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। ‘নব আনন্দে জাগো আজি রবিকিরণে, শুভ্র সুন্দর প্রীতি উজ্জ¦ল নির্মল জীবনে’ স্লোগানে যেখানে অংশ নেয় আবাল-বৃদ্ধা-বনিতা সবাই। বাংলা নববর্ষ ১৪৩১। পুরোনো দিনের জরাজীর্ণতাকে মুছে ফেলে নতুন দিনের গান গেয়েছেন সবাই। শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু মঞ্চে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহাবুব উল-আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক একে এম গালিভ খাঁন। বিশেষ অতিথি পুলিশ সুপার মোঃ ছাইদুল হাসান বিপিএম, পিপিএম, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ রুহুল আমিন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আব্দুস সামাদ, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক দেবেন্দ্রনাথ উরাঁও।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ জিল্লুর রহমান, স্থানীয় সরকার বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ মোজাহার আলী প্রাং, জেলা শিক্ষা অফিসার মোঃ আবদুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আশিফ আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ তাছমিনা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) মোসাঃ আঞ্জুমান সুলতানা, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ শফিকুল আলম, গ্রীন ভিউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাঃ রোকসানা আহমদ, জেলা কালচারাল অফিসার মোঃ ফারুকুর রহমান ফয়সাল,

জেলা প্রশাসনের সহকারী কমিশনার মোঃ আমিনুল ইসলাম, মোঃ আব্দুল্লাহ আল মামুনসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, স্থানীয় সরকার প্রকৌশল দপ্তর, শিক্ষা প্রকৌশল দপ্তর, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা, ফায়ার সার্ভিস, বিভিন্ন সরকারি দপ্তর ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারি স্বেচ্ছাসেবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। শোভাযাত্রায় অংশগ্রহণকারী তরুনীদের পরনে শোভা পায় লাল-সাদা, সবুজ-লাল পাড়ের শাড়ি। এছাড়া তরুণসহ বিভিন্ন বয়সীদের পরনে লাল-সাদা, বিভিন্ন রংয়ের পাঞ্জাবি। এছাড়া, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী চাঁপাইনবাবগঞ্জ জেলা সংসদ, জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও, রাজনৈতিক দল আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবমহিলালীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনও দিবসটি উপলক্ষে নানা কর্মসুচীর আয়োজন করে। এছাড়া জেলার সকল উপজেলায় এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানে বর্ণাঢ্য আয়োজনে ১লা বৈশাখ পালন করা হয়। দিনভর বর্ষবরণে বিভিন্ন সামাজিক সংগঠন নানান অনুষ্ঠানের আয়োজন করে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
Copyright All rights reserved © 2024 Chapaidarpon.com
Theme Customized BY Sobuj Ali
error: Content is protected !!