1. tohidulstar@gmail.com : sobuj ali : sobuj ali
  2. ronju@chapaidarpon.com : Md Ronju : Md Ronju
চাঁপাইনবাবগঞ্জে নানা কর্মসুচীর মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত - দৈনিক চাঁপাই দর্পণ
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৬:২১ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে নানা কর্মসুচীর মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ১৯১ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জে নানা কর্মসুচীর মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত

নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। আলোচনা সভা, সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ, প্রশিক্ষন ভাতা ও ড্রাইভিং লাইসেন্স বিতরণ, ফ্রিল্যান্সিং, বিউটিফিকেশন ও মৎস্য চাষ কোর্সের উদ্বোধন, ব্লাড গ্রুপিং, প্রতিষ্ঠানের রোপন করা বৃক্ষের পরিচর্যা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান, প্রীতি ভলিবল প্রতিযোগিতা ও মেয়েদের জন্য মিউজিক্যাল পিলোপাস এর আয়োজন করা হয়। বুধবার সকালে যুব উন্নয়ন অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের আয়োজনে জাতীয় যুব দিবস এর কর্মসূচীর উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। যুব উন্নয়নের জেলা কার্যালয়ের ভবনে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ ছাইদুল হাসান বিপিএম-সেবা, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মোঃ রুহুল আমিন, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুস সামাদ। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আব্দুল মান্নান। বক্তব্য রাখেন সহকারী পরিচালক মোঃ মিজানুর রহমান ও মোঃ আশিকুর রহমান। এসময় যুব উন্নয়ন অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও বিভিন্ন ট্রেডের প্রশিক্ষনার্থীরা উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে রোপনকৃত বৃক্ষের পরিচর্যা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান হয়। বিকেলে প্রীতি ভলিবল প্রতিযোগিতা ও মেয়েদের জন্য মিউজিক্যাল পিলোপাস এর আয়োজন করা হয়। কম্পিউটার কম্পোজ, গাভী পালন, পোষাক তৈরি ও গরু মোটাতাজাকরণে ৯ জনকে ৬ লক্ষ টাকা ঋণের চেক প্রদান করা হয়। যানবাহন চালনো প্রশিক্ষণার্থীদের ৪০ জনকে ৩৭৫০/ টাকা করে মোট ১ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ভাতা প্রদান করা হয়েছে। ৫৪ জনকে স্মার্ট ড্রাইভিং লাইসেন্স প্রদান করা হয়। ২ জন সফল আত্মকর্মী ও ১ জন যুব সংগঠককে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া ফ্রিল্যান্সিং ২৫ জন, বিউটিফিকেশন-২৫ জন, কৃষি ও হর্টিকালচার ৫০ জন এবং মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণ ট্রেডে ২৫ জনসহ সর্বমোট ১২৫ জনের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
Copyright All rights reserved © 2024 Chapaidarpon.com
Theme Customized BY Sobuj Ali
error: Content is protected !!