1. tohidulstar@gmail.com : sobuj ali : sobuj ali
  2. ronju@chapaidarpon.com : Md Ronju : Md Ronju
দেশ সেরা ‘সেরা নেতৃত্ব’ নির্বাচিত চাঁপাইনবাবগঞ্জের ইয়াসমীন আখতার বানু - দৈনিক চাঁপাই দর্পণ
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :

দেশ সেরা ‘সেরা নেতৃত্ব’ নির্বাচিত চাঁপাইনবাবগঞ্জের ইয়াসমীন আখতার বানু

♦ নিজস্ব প্রতিনিধি 
  • আপডেট টাইম : বুধবার, ২০ এপ্রিল, ২০২২
  • ৬১৩ বার পঠিত

দেশ সেরা ‘সেরা নেতৃত্ব’ নির্বাচিত চাঁপাইনবাবগঞ্জের ইয়াসমীন আখতার বানু

মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর a2i পরিচালিত বাংলাদেশের সবচেয়ে বৃহৎ শিক্ষা বিষয়ক ওয়েব পোর্টাল ‘শিক্ষক বাতায়ন’ এ দেশ সেরা ‘সেরা নেতৃত্ব’ নির্বাচিত চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার মধ্য আলিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. ইয়াসমীন আখতার বানু। দেশের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, প্রাথমিক, মাদ্রাসার প্রায় ৬ লক্ষ শিক্ষকের অংশ গ্রহণ এই ‘শিক্ষক বাতায়ন’ এ। এর মধ্য থেকে এই প্রথম চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে দেশ সেরা ‘সেরা নেতৃত্ব’ নির্বাচিত হয়েছেন মোসা. ইয়াসমীন আখতার বানু। তাঁর এই প্রাপ্তিতে জেলার শিক্ষক সমাজ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অভিনন্দন জানিয়ে শুভকামনা করেছেন। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার মধ্য আলিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. ইয়াসমীন আখতার বানু মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর a2i পরিচালিত বাংলাদেশের সবচেয়ে বৃহৎ শিক্ষা বিষয়ক ওয়েব পোর্টাল ‘শিক্ষক বাতায়ন’ এ ১৫৬টি কনটেইন আপলোড করেন, ১৩৩টি ভিডিও কনটেইন এবং করোনা মহামারী চলাকালে ২০৭টি অনলাইন ক্লাস এর ভিডিও কনটেইন জমা দেন। তাঁর এই কনটেইনগুলো পর্যালোচনা শেষে ‘শিক্ষক বাতায়ন’ এ দেশ সেরা ‘সেরা নেতৃত্ব’ নির্বাচিত করা হয়। এছাড়াও তিনি জাতীয় শিক্ষা পদক-২০১৯, জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মনোনীত, জয়িতা পুরুস্কার-২০২১ এ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হন। তিনি অত্যন্ত সুনামের সাথে শিক্ষকতার কাজ চালিয়ে যাচ্ছেন।

শিক্ষকতা ও সংসারের ব্যস্ততার ফাঁকে লেখালেখিও করেন। তিনি একটি কবিতার বইও প্রকাশ করেছেন। তাঁর এই সফলতায় জেলাবাসী গর্বিত। ‘সেরা নেতৃত্ব’ নির্বাচিত গোমস্তাপুর উপজেলার মধ্য আলিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. ইয়াসমীন আখতার বানু ‘দর্পণ পরিবার’র একজন (কবি) সদস্য। মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর a2i পরিচালিত বাংলাদেশের সবচেয়ে বৃহৎ শিক্ষা বিষয়ক ওয়েব পোর্টাল ‘শিক্ষক বাতায়ন’ এ দেশ সেরা ‘সেরা নেতৃত্ব’ নির্বাচিত হওয়ায় অনুভূতি ব্যক্ত করতে গিয়ে প্রধান শিক্ষক মোসা. ইয়াসমীন আখতার বানু বলেন, আলহামদুলিল্লাহ, আরো একটি স্বপ্ন পূরণ হলো ‘সেরা নেতৃত্ব’-২০২২। প্রথমেই মহান আল্লাহ তায়ালার প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি। ধৈর্যের ফল মিষ্টি হয়-প্রবাদটির সাথে একাত্মতা ঘোষণা করে বলতে চাই পরিশ্রম, ধৈর্য্যধারণ আর আত্মবিশ্বাস থাকলে সফলতার চরম শীর্ষে পৌঁছানো সম্ভব। তবে সফলতার পেছনে থেকে যায় নানা গল্প। সময়, শ্রম, মেধা, মনন, ধের্য্য আর কষ্টের পাশাপাশি অনুপ্রেরণা, সহযোগিতা, সহমর্মিতাও খুব দরকারি। মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর a2i পরিচালিত বাংলাদেশ তথা বিশ্বের অন্যতম শিক্ষা বিষয়ক ওয়েব পোর্টাল “শিক্ষক বাতায়ন”। এই শিক্ষক বাতায়ন হচ্ছে শিক্ষকদের প্রাণের স্পন্দন। প্রায় ৬ লক্ষাধিক শিক্ষক তাঁদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও প্রতিভা বিকাশের জন্য দিন-রাত নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।

শিক্ষকদের এই প্রাণের বাতায়ন Access to information (a2i) কর্তৃক চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে সর্বপ্রথম দেশ সেরা ‘সেরা নেতৃত্ব’ নির্বাচিত হয়েছি। আমার ছবি বাতায়নের আকাশে ভাসছে। এটা আমার চাকুরি জীবনের বহু প্রাপ্তির মধ্যে একটি অন্যতম বড় প্রাপ্তি ও সাফল্য। এই কাংখিত দিনটির জন্য অনেক প্রতীক্ষার প্রহর গুনতে হয়েছে, হয়েছে বহু নিশি জাগরণ, করতে হয়েছে অনেক পরিশ্রম। এই স্বীকৃতি আমার কাজের গতি ও আনন্দকে বাড়িয়ে দিবে শতগুন। আপনাদের সহযোগিতা, সহমর্মিতা, ভালোবাসা, সুপরামর্শ, সঠিক দিক নির্দেশনা আগামীতেও পাবো ইনশাল্লাহ। আমার এই স্বপ্ন পূরণে যাঁরা আমাকে শুরু থেকে অদ্যাবধি শক্তি, সাহস, প্রেরণা দান করেছেন তাঁদের প্রত্যেকের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। বিশেষ করে কৃতজ্ঞতা জানাই, আমার সম্মানিত উপজেলা, জেলা, ও বিভাগের গুনি কর্মকর্তাগণ কে, যাঁরা আমাকে বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করার সুযোগ দান করে আমাকে শাণিত করেছেন। আজ কৃতজ্ঞ চিত্তে স্মরণ করতে ও ধন্যবাদ জানাতে চাই আমার সহকর্মী ও শিক্ষার্থীদের, যাঁদের কে ঘিরেই ছিল মূলত নেতৃত্বের গল্পগুলি। শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই- জনাব, নূর মোহাম্মদ স্যার (ইউইও), মামুন রশিদ স্যার(এইউইও, ডিপিই), সাঈদা শবনম ম্যাম (এইউইও,পাবনা) কাশেম স্যার ও বদিউজ্জামান স্যার (ইউআরসি), শরিফুল স্যার, সবুজ হাসান স্যার, দিলরুবা ম্যাম, নাসির উদ্দীন স্যার, শামসুদ্দীন তালুকদার স্যার, রাহিদ স্যার, নাজমি ম্যাম, টুটুল সাইদুর স্যার, গণি স্যার, নজরুল পবা স্যার, জাকির স্যার, নাইস স্যার,তানি ম্যাম, মাকসুদা ম্যাম, দুই নুরানি ম্যাম, লিটু স্যার, রাজু স্যার, সালমা লিপি ম্যাম, আহমদ হোসাইন স্যার, মেহেদি রাজন স্যার, জাহাঙ্গীর রেজা স্যার, রাফিয়া ম্যাম ও সুমন ভাইয়া, রুহুল আমিন স্যার সহ সকল চাঁপাইনবাবগঞ্জ জেলা এম্বাসেডর গণ ও আমার সকল শুভাকাঙ্ক্ষী কে, যাঁরা আমার পাশে সবসময় ছিলেন। কৃতজ্ঞতা জানাই ধ২র কর্মকর্তাগণ জনাব, কবির হোসেন স্যার, ইমরান অভি স্যার, অভিজিৎ সাহা স্যার কে। সেই সাথে কৃতজ্ঞতা আমার পরিবারের সদস্যবৃন্দের প্রতি, যারা আমাকে সহ্য করেছেন, বকা দিয়েছেন আবার আমার সকল স্বপ্ন পূরণের সহযোগী সহযাত্রী হয়ে ভালোবাসা মাখা হাতগুলি বাড়িয়ে দিয়েছেন। সকলের জন্য রইল আমার নিরন্তর শুভকামনা। আগামীতে সকলের কাছে দোয়া ও আন্তরিক সহযোগিতা কামনা করি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
Copyright All rights reserved © 2024 Chapaidarpon.com
Theme Customized BY Sobuj Ali
error: Content is protected !!