1. tohidulstar@gmail.com : sobuj ali : sobuj ali
  2. ronju@chapaidarpon.com : Md Ronju : Md Ronju
সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে এলো ৯৯০ মে.টন পেঁয়াজ - দৈনিক চাঁপাই দর্পণ
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৩:৪৭ পূর্বাহ্ন

সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে এলো ৯৯০ মে.টন পেঁয়াজ

বিশেষ প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
  • ৩৬৭ বার পঠিত

সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে এলো ৯৯০ মে.টন পেঁয়াজ

আসন্ন কোরবানীর ঈদকে কেন্দ্র করে পেয়াঁজের দাম নিয়ন্ত্রণের লক্ষে সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে দীর্ঘ ২ মাস পর ৪০টি ট্রাকে ৯৯০টন পেঁয়াজ আমদানি হয়েছে। সোমবার রাতে প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেছেন সোনামসজিদ শুল্ক বন্দর সি.এন্ড.এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ইসমাইল হোসেন। ইসমাইল হোসেন বলেন, পেঁয়াজ আমদানিতে জটিলতা থাকায় সোনামজজিদ স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানী বন্ধ ছিলো। সর্বশেষ এ বছরের ৫ মে এ বন্দরে পেঁয়াজ আমদানি হয়। দীর্ঘ ২ মাস পর সোমবার পেঁয়াজ আমদানি হয়েছে ৯’শ ৯০ মেট্রিক টন। তিনি বলেন, কোরবানী ঈদের আগ মুহুর্তে ভারত থেকে আসা পেঁয়াজ, বাজারে ইতিবাচক সাড়া ফেলবে। এছাড়াও মসলা আমদানি হচ্ছে, বাজারে মসলার দামও কমবে। অন্যদিকে, আগামী ১০ জুলাই ঈদুল আযহা। ঈদ উপলক্ষে ৯ জুলাই থেকে ১২ জুলাই পর্যন্ত সকল প্রকাশ আমদানি রপ্তানি বন্ধ থাকবে বলে জানান সি.এন্ড.এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ। আব্দুর রশিদ বলেন, সিএন্ডএফ এজেন্ট এশোসিয়েশন, সোনামসজিদ আমদানি ও রাপ্তানি গ্রুপসহ সংশ্লিষ্ট সকল সংগঠনের দায়িত্বরত সকলকে নিয়ে ঈদুল আযহা উদযাপন নিয়ে যৌথ আলোচনা সভা হয়। ওই সভায় সিদ্ধান্ত হয় ঈদলু আযহা উপলক্ষে ৪দিন সোনামসজিদ বন্ধ থাকবে। ১৩ জুলাই থেকে যাথারিতি ভাবে বন্দরের কার্যক্রম স্বাভাবিকভাবে চালু হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
Copyright All rights reserved © 2024 Chapaidarpon.com
Theme Customized BY Sobuj Ali
error: Content is protected !!